বিশ্বকাপে বাংলাদেশের দুই খেলায় মাঠে থাকবে ‘কাজল রেখা’ টিম

‘কাজল রেখা’ ছবিতে কঙ্কণ দাসী চরিত্রে রাফিয়া রশীদ মিথিলা, কাজল রেখা চরিত্রে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী এবং সুচ কুমার চরিত্রে শরীফুল রাজ।কোলাজ

ভারতে চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ ১০টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের সঙ্গে ও ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমার নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দল। এ উপলক্ষে ২৬ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দলটি।

আরও পড়ুন

এ দিকে নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির সব কাজ শেষ। সেনসরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। মুক্তির দিনও ঠিক হয়েছে—আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম । ফেসবুক থেকে

তার আগে প্রচারের উদ্দেশ্যে বিশ্বকাপের আসরে ‘কাজল রেখা’ টিমের এই যাত্রা।  

এ ব্যাপারে ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এখানে দুটি কাজ হবে। আমরা খেলা দেখব, পাশাপাশি “কাজল রেখা” ছবিটির কিছুটা প্রোমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই  “কাজল রেখা” লেখাসংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি, ছবির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন ২৬ অক্টোবর ভারতে রওনা হব।’

শুটিংয়ের ফাঁকে ‘কাজল রেখা’ টিম। ছবি : সংগৃহীত

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা আগে ভাগে প্রচার প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি।’

পরিচালক আরও জানালেন, খেলার দিন ছবির অন্য দুই শিল্পী ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।

পরিচালক জানান, ছবির কাজ শেষ। অনুদানের ছবি হিসেবে সেন্সরে জমা দেওয়ার  আগে এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছবিটি দেখবে। পরিচালক বলেন, ‘অনুদানের ছবির নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তাঁরা এখন ছবিটি দেখবেন। তারা দেখে অনুমোদন দিলেই সেন্সরে জমা দিয়ে দেব ছবিটি।’

গত বছর এপ্রিল মাসে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের বারোমারির লক্ষ্মীপুর গ্রামে শুটিং শুরু হয়। চলতি বছর ঢাকাতে শেষ হয়েছে এর শুটিং। ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে।

শুটিংয়ের ফাঁকে ‘কাজল রেখা’ টিম। ছবি : সংগৃহীত

এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, সাহানা সুমি, খাইরুল বাসার, সাদিয়া আইমান প্রমুখ।