হঠাৎ রোড ট্রিপে সুনেরাহ

এই সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সুনেরাহ বিনতে কামাল। চলতি বছরের দুই ঈদে ‘দাগি’ ও ‘উৎসব’–এর দুই অতিথি চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কিছু তথ্য—

১ / ৮
কাজের ফাঁকে বিরতি পেলে ঘুরতে পছন্দ করেন সুনেরাহ, প্রায়ই ছুটে বেড়ান পাহাড়, হাওর থেকে সমুদ্রে। গতকাল রাতে নতুন কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী। সুনেরাহর ফেসবুক থেকে
২ / ৮
নতুন কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ লিখেছেন, ‘হঠাৎ রওনা দিয়েছিলাম এক রোড ট্রিপে। চারপাশের হাওয়া, গান আর নিরুদ্বেগ সময়—সব মিলিয়ে যেন নব্বইয়ের দশকের টিনএজ স্বপ্নে ফিরে যাওয়া।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
সুনেরাহর এই ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা; এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে সাড়ে তিন হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৮
ছবিগুলোতে সুনেরাহকে দেখা যাচ্ছে খোশমেজাজে ঘুরে বেড়াতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
মূলধারার বাণিজ্যিক ও শৈল্পিক ধারার সিনেমা; দুই ধরনের ছবিতেই কাজ করতে স্বাচ্ছন্দ৵বোধ করেন সুনেরাহ। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৮
প্রথম আলোকে আগে তিনি জানিয়েছিলেন, ‘আমার চাওয়া, চরিত্র পছন্দ হলেই হলো। দুই জায়গায় কাজটাই হয় ভিন্নভাবে। সব জায়গাতেই পেশাদারত্ব থাকে। বিশেষভাবে বলতে গেলে, উৎসবকে টার্গেট করা সিনেমাগুলো বেশি পরিকল্পিত ও গোছানো হয়ে থাকে।’
৭ / ৮
চলতি বছরের দুই সিনেমায় অতিথি চরিত্র করা নিয়ে তিনি বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের ব্যাপ্তি ছোট; অতিথি চরিত্রে অভিনয় করেছি; কিন্তু সেটি দর্শক এতটা গ্রহণ করবেন, ভাবিনি। সবাই প্রশংসা করছেন। আমি তো প্রধান চরিত্র করে এসেছি। সেখানে একবারের জন্য মনে হয়নি, এই সিনেমার চরিত্রটি করব না; বরং বলব, আমার কাছে একটি দারুণ সুযোগ ছিল।’
৮ / ৮
সামনে আরও কিছু সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। অভিনেত্রীর ফেসবুক থেকে