বাংলা সিনেমার খাতা খুলতে দেরি

‘কাজলরেখা’, ‘তুফান’ ও ‘দিগন্তে ফুলের আগুন’সহ বেশ কয়েকটি সিনেমা এই বছর মুক্তির তালিকায় রয়েছেছবি: কোলাজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে দেড় মাসে কোনো বাংলা সিনেমা আসেনি। বছরের প্রথম শুক্রবারও কোনো সিনেমার মুক্তি মিলছে না। ফলে দর্শকের অপেক্ষা আরও বাড়ল। কবে সিনেমা আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস–সচিব সৌমেন রায় গতকাল প্রথম আলোকে বলেন, আজ কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। পরের শুক্রবারও মুক্তি পাবে কি না, তা এখনো চূড়ান্ত করা হয়নি।
আগামী রোরবার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন প্রযোজক ও নির্মাতারা। নির্বাচনের পর পরিস্থিতি বুঝে সিনেমা মুক্তি দেবেন তাঁরা। ফলে এখনো বাংলা সিনেমার খাতা খোলেনি চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। মাস দেড়েক ধরেই ঢিলেঢালাভাবে চলছে প্রযোজক-পরিবেশক সমিতি; সিনেমা নিয়ে প্রযোজক বা পরিচালকদের দৌড়ঝাঁপ চোখে পড়েনি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত বছরের নভেম্বর থেকেই বাংলা সিনেমা মুক্তিতে একধরনের অচলাবস্থা চলছে। নভেম্বরে দুয়েকটা সিনেমা মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি। গত ১৭ নভেম্বর মুক্তি পেয়েছিল মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে পরিচালক মানিক মানবিকের সিনেমা ‘আজব ছেলে’; এরপর গত দেড় মাসে আর কোনো বাংলা সিনেমা মুক্তি পায়নি।
মাঝখানে ডিসেম্বরের শেষ ভাগে ভারতীয় সিনেমা ‘ডানকি’ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল। শাহরুখ খানের সিনেমাটি ভালো ব্যবসাও করেছিল। এর মধ্যে আর কোনো ভারতীয় সিনেমা আনার খবর মেলেনি।

‘তুফান’ সিনেমার পোস্টার
ছবি: চরকি

এ বছরের প্রথম বাংলা সিনেমা কোন শুক্রবারে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও এ বছর মুক্তির তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় আয়োজনের সিনেমা। সম্ভাব্য তালিকায় রয়েছে অনন্য মামুনের ‘দরদ’, হিমেল আশরাফের ‘রাজকুমার’ এবং আলফা আই, চরকি ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় রায়হান রাফী নির্মিত ‘তুফান’। তিনটি সিনেমায়ই অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। জয়া আহসান অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, বাঁধন অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’ও মুক্তি পাবে এ বছরই। পরিচালক ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে মোস্তফা মন্ওয়ার এবং তাঁর স্ত্রী পান্না কায়সারের চরিত্রে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন।

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম
ছবি: ফেসবুক থেকে

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, আদর আজাদ ও পূজা চেরি জুটি অভিনীত ‘নাকফুল’, ‘লিপস্টিক’ ও ‘দরদিয়া’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘কাজলরেখা’ সিনেমায় মিথিলা, শরীফুল রাজ, খায়রুল বাসারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।

‘কাজলরেখা’ সিনেমার দৃশ্য মন্দিরা চক্রকর্তী
ছবি: ফেসবুক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেলোয়ার জাহান ঝন্টু ও রাজিব বিশ্বাস পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি এ বছরই মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা। সিনেমাটির মুখ্য চরিত্রে অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা অভিনয় করেছেন। আরও রয়েছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাক প্রমুখ।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরই মুক্তির কথা ছিল। পরে তা স্থগিত হয়। সেটি এ বছর মুক্তি পাবে। ছবিটির প্রধান দুই চরিত্রে আছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা।

‘শ্যামাকাব্য’ সিনেমার দৃশ্য
ছবি: ফেসবুক থেকে

গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পায় ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’। বিদেশে প্রশংসিত এই সিনেমা চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান। সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

আরও পড়ুন