‘গল্পটা মিথ্যা, তবে অনুভূতিটা সত্য’

ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গতকাল ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত মাস্টারক্লাস–এ কথা বলছেন নির্মাতা পিপলু আর খানছবি: দীপু মালাকার

বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাতা পিপলু আর খানের বেড়ে ওঠা চট্টগ্রামে। তাঁদের বাড়ির পাশে একটি শিউলিগাছ ছিল। পাশের বাড়ির অনেকেই গান করতেন—স্মৃতি বলতে ওইটুকুই। সেই স্মৃতির ওপর ভর করেই সাত বছর আগে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের একটি প্রমো নির্মাণ করেন তিনি।
এই ধরনের প্রমোকে বলা হয় পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ)। পুরান ঢাকার গল্পের সেই প্রমো বহু মানুষকে ছুঁয়ে গেছে। কল্পনার আশ্রয় নিয়ে গল্পটা আরও বিস্তৃত করেছেন পিপলু। শিউলিগাছ ছাপিয়ে ওস্তাদ আমজাদ আলী খান, কবি শামসুর রাহমান, যতীন অ্যান্ড কোংজুড়ে গল্পে প্রাণ দিয়েছেন পিপলু।

কথা বলছেন নির্মাতা অমিতাভ রেজা
ছবি: দীপু মালাকার

ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গতকাল ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত মাস্টারক্লাস–এ পিপলু বলেছেন, ‘আমার কৈশোরের স্মৃতি খরচ করে গল্পটা নির্মাণ করেছি। গল্পটা মিথ্যা, তবে অনুভূতিটা সত্য।’
পিপলু আর খানের ভাষ্যে, ‘গল্পকথক হিসেবে আপনাকে সব জানতে হবে—এমন না। আপনাকে দেখতে পারতে হবে। এটাকে কল্পনা করতে হবে। আপনার জীবনে যা ঘটে, আপনি যা খান, আপনি যা দেখেন, সেখান থেকে গল্প নির্মাণ করতে হবে। এই গল্পে ফেব্রিকেশন থাকবে, তবে কতটা সত্যের মতো করে তুলে ধরতে পারছেন—সেটা গুরুত্বপূর্ণ।’

একই কথা বলেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজাও। তাঁর ভাষ্যে, ‘সিনেমা পুরোটাই মিথ্যা। মিথ্যা জিনিস আমাদের দেখানো হয়। ট্রেনের মধ্যে দাঁড়িয়ে নায়ক হাত বাড়িয়ে থাকে শেষ মুহূর্তে নায়িকা এলে তুলে আনতে। এরপর প্রেম হবে। এই রকম মিছা কথা বলে যায় আর আমরা বিশ্বাস করি।’
গল্পটা বলবেন কীভাবে?—সেই উপায়ও বাতলে দিয়েছেন নির্মাতারা। পিপলু আর খান বলছেন, ‘আপনি যা পড়েন, আপনি যা খান, আপনি যা পরেন—এখান থেকে গল্প নির্মাণ করতে পারে। এটা আপনার ভেতর থেকে আসবে।’
সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের সংস্কৃতির নানা বৈচিত্র্যকে সমৃদ্ধ করার জন্যই তরুণ নির্মাতাদের জন্য এই আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রথম আলো। গতকাল শনিবার বিকেল চারটায় মাস্টারক্লাস শুরু হয়। এতে ভার্চ্যুয়ালি অংশ নেন বেলজিয়ামের পরিচালক ও সাউন্ড ডিজাইনার নিকোলাস ব্লাসব্যান্ড। তিনি শব্দের কলা নিয়ে কথা বলেছেন। এই দিনের মাস্টারক্লাস সঞ্চালনা করেছেন তাহমিনা সুলতানা।

সিনেমা প্রেমীদের সঙ্গে নির্মাতারা
ছবি: দীপু মালাকার

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হবে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ ৩০০ অতিথি। উৎসবের চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আলিয়ঁস ফ্রঁসেজ, ডাচ ক্লাব ও বিশ্ববিদ্যালয় ক্লাবে। উৎসব শেষ হবে ২৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন