খুলে নেওয়া হতে পারে চিত্রনায়িকা সুবাহর লাইফ সাপোর্ট, অপেক্ষা স্বামীর সিদ্ধান্তের

তানিন সুবহাছবি: ফেসবুক

সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা তানিন সুবহা। গতকাল রোববার সন্ধ্যায় ছড়ায় তাঁর মৃত্যুর গুজব। তবে এখনো এ অভিনেত্রী লাইফ সাপোর্টে আছেন। কিন্তু যেকোনো সময় তাঁর লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে তাঁর পরিবার। কারণ, তাঁর হৃদ্‌যন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। গতকাল বিকেলেই চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তবে তাঁর স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই।

তানিন সুবহা
ছবি: ফেসবুক

আজ সোমবার সকালে তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম প্রথম আলোকে বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। গতকাল থেকেই আপুর ব্রেন কাজ করছে না, মেশিনের মাধ্যমে শুধু হার্ট সচল আছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।’
তানিন সুবাহর স্বামী বৈমানিক। তিনি অনুমতি দিলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিত্রনায়িকার ছোট ভাই।

আরও পড়ুন

২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী।
জানা যায়, হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়, সঙ্গে ঘামছিলেন তিনি। প্রথমে অ্যাসিডিটির সমস্যা মনে করে ওষুধ খান, কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়। তাঁর অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে নাম লেখান। এরপর অভিনয় করেন নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়, এরপর নাম লেখান বেশ কিছু সিনেমায়। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।