‘এই মাহফুজ আহমেদকে আমি চিনি না’

মাহফুজ আহমেদছবি : পরিচালকের সৌজন্যে

‘প্রহেলিকা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রায় আট বছর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর সিনেমায় ফিরে আসাতে তাঁর ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে যেমন আগ্রহ আছে, পাশাপাশি সহশিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় মাহফুজকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকাই ছবির নায়ক ওমর সানী মাহফুজ আহমেদকে তাঁর ছোট ভাই আখ্যা দিয়ে ‘প্রহেলিকা’ ছবিটি দেখার আহ্বান করে বলেছেন, ‘মাহফুজ আমার সমসাময়িক অভিনেতা। কিন্তু সম্পর্কটা ছোট ভাইয়ের মতো। অনেক দিন পর আবার সিনেমায় ফিরেছে সে। ছবিটি তার জন্য ধামাকা হতে পারে। সঙ্গে গর্জিয়াস বুবলী আছেন। আপনারা হলে গিয়ে “প্রহেলিকা” ছবিটি দেখতে পারেন। ভালো লাগবে।’

ছবি : পরিচালকের সৌজন্যে

মাহফুজ আহমেদের একসময়কার সহশিল্পী জয়া আহসান বলেছেন, ‘যেকোনো সিনেমা মুক্তিই ঈদের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা ভালো ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। “প্রহেলিকা” ছবিতে এমন একজন মানুষ অভিনয় করেছেন, যাঁকে আমি সিনেমায় সহশিল্পী হিসেবে পেয়েছি, সে ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ।’

জয়া আরও বলেন, ‘মাহফুজ ভাইকে আমি বেশি বেশি বড় পর্দায় দেখতে চাই। কিন্তু তিনি বেশি কাজ করেন না। আমি জানি, ভীষণ বেছে বেছে এবং কনভেন্স না হলে কাজ করেন না। এই ঈদে মাহফুজ ভাই অভিনীত “প্রহেলিকা” মুক্তি পাচ্ছে। আমি সত্যিই তাঁর ছবি দেখার জন্য মুখিয়ে আছি। ছবির একটি গানে বুবলী–মাহফুজ ভাইয়ের রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে। গানটির ভিজ্যুয়ালও খুব সুন্দর হয়েছে।’
এদিকে একধরনের উচ্ছ্বাস নিয়ে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘“প্রহেলিকা” ছবির কথা বলতে গেলে মাহফুজ আহমেদের কথা বলতেই হয়। তিনি আমার বড় ভাই, কাছের মানুষ, সহ–অভিনেতা। তাঁর পরিচালনায় আমি অনেক কাজ করেছি। তিনি অনেক দিন পর অভিনয়ে ফিরেছেন। এটি খুশির সংবাদ।’

মাহফুজ আহমেদ
ছবি : পরিচালকের সৌজন্যে

চঞ্চল আরও বলেন, ‘ওটিটিতে আমার কাজ দেখে মাহফুজ ভাই আমাকে ফোন দেন। প্রশংসা করেন অভিনয়ের। আমি প্রায় তাঁকে আবার অভিনয়ে ফেরার অনুরোধ করি।’
ঢাকাই ছবির নায়িকা শাবনূরের বক্তব্য, ‘যতটুকু জেনেছি, মাহফুজ ভাই “প্রহেলিকা” ছবিতে দুর্দান্ত অভিনয় করছেন। তিনি মেধাবী মানুষ। তিনি  যতটুকু কাজ করেন, নিষ্ঠার সঙ্গে করেন, সবটুকু ঢেলে দিয়ে করেন। “মেঘের নৌকা” গানটিতে বুবলীর সঙ্গে মাহফুজ ভাইকে কী যে দারুণ মানিয়েছে। পোস্টারও মন ছুঁয়ে যাওয়ার মতো।’
নিজ ভক্তদের ছবিটি দেখার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘মাহফুজ ভাই অনেক দিন পর কাজ করছেন। সুন্দর একটা ছবি উপহার দিচ্ছেন। বন্ধুরা, তোমরাও সবাই হলে গিয়ে ছবিটি দেখবে। সঙ্গে ঈদের অন্যান্য ছবি দেখতেও ভুলো না যেন। তোমরা চলচ্চিত্রের সঙ্গে থাকলে আমরা সার্থক হব।’

একসময়কার সহশিল্পী অপি করিম বলেছেন, ‘“প্রহেলিকা” ছবির টিজার, ট্রেলার, গানসহ কিছু ক্লিপিংস দেখেছি। মনে হয়েছে, নির্মাতা চয়নিকা চৌধুরী দর্শকের জন্য একটা ভিন্ন নতুন কিছু উপহার দিতে চলেছেন। এই চ্যালেঞ্জ তিনি নিয়েছেন। এটি সাধুবাদ পাওয়ার মতো।’

মাহফুজ আহমেদ
ছবি : পরিচালকের সৌজন্যে

অপি করিম আরও বলেন, ‘ছবির নাসির উদ্দিন খান ও বুবলীর একটি গান দেখে ছবিটি দেখার আগ্রহ দ্বিগুণ হয়েছে আমার। বুবলী আসলেই গুণী অভিনেত্রী। কিছু জায়গায় জাজ হওয়ার সুবাদে তার কাজ দেখেছি। প্রচুর সম্ভাবনা তার মধ্যে।’

গানের শুটিংয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও শবনম বুবলী
ছবি : চয়নিকা চৌধুরীর সৌজন্যে

‘প্রহেলিকা’ ছবিতে ভিন্ন লুকে মাহফুজকে দেখে অবাক কণ্ঠে অপি বলেছেন, ‘এ কোন মাহফুজ? আমি তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। “প্রহেলিকা”র মাহফুজ আর আমার সঙ্গে কাজের মাহফুজ আকাশ-পাতাল ফারাক মনে হচ্ছে। এই মাহফুজ আহমেদকে আমি চিনি না। “প্রহেলিকা” ছবিতে মাহফুজকে, তাঁর অভিনয়কে কীভাবে পাব, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
অপি করিম আরও বলেন, ‘দেশে আরও ভালো ভালো সিনেমা তৈরি হোক, বাংলা সিনেমা এগিয়ে যাক। দর্শক আবার হলমুখী হবেন, এটাই চাই আমরা।’
এদিকে ‘প্রহেলিকা’সহ ঈদের সব ছবির প্রতি শুভকামনা জানিয়েছেন ঢাকাই ছবির নায়িকা পূর্ণিমাও।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাঁকে বড় পর্দায় আবার দেখতে পাব। এর চাইতে খুশির খবর আর কী হতে পারে। কারণ, তিনি অনেক পছন্দের একজন মানুষ। বড় মাপের অভিনেতা। এই ছবির টিমের সবার জন্যই ভালোবাসা। শুধু “প্রহেলিকা” নয়, “প্রহেলিকা”র সঙ্গে আর যে কটি সিনেমা মুক্তি পাচ্ছে, ছবিগুলোর জন্যই শুভ কামনা।’

মাহফুজ আহমেদ
ছবি : পরিচালকের সৌজন্যে

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে ভিডিও বার্তায় ছোট পর্দার অভিনেতা অপূর্ব বলেছেন, ‘মাহফুজ আহমেদ আমার অত্যন্ত কাছের মানুষ। তাঁর “প্রহেলিকা” ছবিটির ট্রেলার আমি দেখেছি, অসাধারণ লেগেছ। আমার বিশ্বাস, সিনেমাটি এই ঈদের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। মাহফুজ ভাই অনেক দিন পর বড় পর্দায় আসছেন। তাঁর মতো অভিনেতা কম কাজ করছেন, এটি আমাদের জন্য দুর্ভাগ্যের। তিনি রেগুলার কাজ করবেন, ভালো কাজ করবেন, এই প্রত্যাশা। বাংলা সিনেমা বিশ্ব জয় করুক। মাহফুজ ভাই ওয়েলকাম ব্যাক।’