ঢাকাই ছবির সঙ্গে পেরে উঠছে না বড় বাজেটের হলিউড সিনেমাও

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

১২ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘মিশন: ইম্পসিবল’-এর সপ্তম কিস্তি। এর দুই দিন পর ১৪ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এটি। প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় প্রতিদিন ৩০টি শো চলছে। কিন্তু গত ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ ছবির সঙ্গে পেরে উঠছে না এ ছবি। বাংলা সিনেমার জনপ্রিয়তার কাছে যেন হার মেনেছেন টম ক্রুজও।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হলিউডের এ ছবি নিয়ে যতটা প্রত্যাশা করেছিল, সে অনুযায়ী দর্শক টানতে পারছে না।

‘প্রিয়তমা’ সিনেমার দৃশ্য
সংগৃহীত

প্রথম দুই দিন হাউসফুল থাকলেও যতই দিন যাচ্ছে, দর্শক-খরা দেখা যাচ্ছে। অথচ ঈদের তৃতীয় সপ্তাহে এসেও ঢালিউডের ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ জমিয়ে ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় ‘সুড়ঙ্গ’র ২১টি শো ও ‘প্রিয়তমা’ ছবির ১৪টি শো প্রতিদিনই হাউসফুল যাচ্ছে।

আরও পড়ুন

খবরটি নিশ্চিত করে বুধবার বিকেল পাঁচটার দিকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘“মিশন: ইম্পসিবল”-এর আগের কিস্তিগুলো থেকে আমরা ভালো ব্যবসা করেছি। তাই এ সিরিজ নিয়েও ভালো প্রত্যাশা ছিল। কিন্তু হলো না। বরং এখানে বাংলা সিনেমাগুলো বেশি ভালো যাচ্ছে। ঈদের এত দিন পর এসেও “সুড়ঙ্গ” ও “প্রিয়তমা”র জয়জয়কার। অথচ এত নামকরা সিরিজের দর্শক আগ্রহ কমছে।’

মেজবাহ উদ্দিন আরও বলেন, ‘আমরা সব সময়ই বলে আসছি, মাল্টিপ্লেক্সে বাংলা মুভির দর্শক দিন দিন বাড়ছে। বিশ্বসেরা সিকুয়েল মুভি ও বিশ্ববিখ্যাত অভিনেতা টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল ৭’-এর চেয়ে এখন পর্যন্ত বাংলা মুভিই এগিয়ে আছে এখানে।

‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’–এ অভিনয় করেছেন টম ক্রুজ। ছবি: আইএমডিবি

গত বছর ঈদুল আজহায় “পরাণ”, পরে “হাওয়া” মুক্তির পর হলিউডের ডিসি কমিকসের “থর” পিছিয়ে পড়েছিল। এবারও বাংলা সিনেমার কাছে হলিউডের মুভি পিছিয়ে পড়ল। গত বছরের চেয়ে এবার মাল্টিপ্লেক্সে বাংলা ছবির দর্শক-ঝড়ের গতিটা একটু বেশিই।’

এই কর্মকর্তার মন্তব্য, মানুষের ভ্রান্ত ধারণা, মাল্টিপ্লেক্সে বাংলা মুভির দর্শক নেই। এটি একেবারেই ভুল ধারণা। বাংলা মুভিতে সিনেপ্লেক্সমুখী হয়েছেন মানুষ।

‘প্রহেলিকা’ সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক

মেজবাহ উদ্দিন আরও বলেন, ‘বাংলা সিনেমার কনটেন্ট ভালো থাকলে অন্য দেশের মুভি সেভাবে দেখবে না এখানকার দর্শক। সেই প্রমাণটা গত দুই বছর পাচ্ছি। ভালো কনটেন্ট দিতে পারলে হলিউড, বলিউড কোনো ছবিরই ভয় পাবে না বাংলা সিনেমা।’