শাবনূর ও কনকচাঁপা: ‘দুই দেহে এক প্রাণ’

‘এক দিকে পৃথিবী’, ‘সাগরের মতোই গভীর’, ‘এক দিন তোমাকে না দেখলে’, ‘আমার হৃদয় একটা আয়না’, ‘এমন একটা দিন নাই’—বাংলা চলচ্চিত্রে সংগীতিশল্পী কনকচাঁপার এমন বহু গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। গতকাল রোববার অস্ট্রেলিয়ায় দুজনের দেখা হয়েছে।
১ / ৫
চলচ্চিত্রে কনকচাঁপার বেশির ভাগ জনপ্রিয় গানেই পাওয়া গেছে শাবনূরকে। নব্বই দশকে পরিচালকেরা কনকচাঁপা ও শাবনূরকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকতেন। ছবিটি ফেসবুকে পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘দুই দেহে এক প্রাণ’
ছবি: ফেসবুক
২ / ৫
বহু গানে দুজনের মেলবন্ধন ঘটলেও ব্যক্তিগত জীবনের কনকচাঁপা ও শাবনূরের খুব বেশি দেখা হয়নি। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে একসঙ্গে আড্ডা দিলেন তাঁরা। ফেসবুকে আড্ডার লাইভ ভিডিও করেছেন শাবনূর
ছবি: ফেসবুক
৩ / ৫
ভিডিওতে কনকচাঁপাকে বলতে শোনা গেছে, ‘আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
শাবনূর কনকচাঁপার উদ্দেশে বলেছেন, ‘আপু, তুমি আমার জীবনের এত সুন্দর সুন্দর গান গেয়েছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। একজন কিংবদন্তির মুখে প্রশংসা শুনলে খুব ভালো লাগে।’এ সময় কনকচাঁপা বলেন, ‘লিজেন্ড বল না, আমি একজন কণ্ঠশ্রমিক।’
ছবি: ফেসবুক
৫ / ৫
পুত্রসন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন শাবনূর। আজ সোমবার কনকচাঁপার দেশে ফেরার কথা রয়েছে
ছবি: ফেসবুক
আরও পড়ুন