ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা

উৎসবে মক হিসেবে রয়েছে তানিম নূরের সিনেমা ‘উৎসব’। ছবি: ফেসবুক থেকে

১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনীত হয়েছে। উৎসব ঘিরে দেশের দর্শকদের বাংলাদেশের সিনেমগুলোর দিকেই চোখ থাকবে। আয়োজনে আরও থাকছে ৭০টির বেশি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ১১টি শাখায় এই সিনেমাগুলো প্রদর্শিত হবে।

এই আয়োজনের মূল প্রতিযোগিতা শাখা এশিয়ান কম্পিটিশন বিভাগে বাংলাদেশের কোনো সিনেমা নেই। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আলাদা সেকশন বাংলাদেশ প্যানারোমায় প্রদর্শিত হবে ৯টি সিনেমা। এসব সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানার ‘নয়া মানুষ’। তরুণ নির্মাতা ও একদল তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে সিনেমা ‘উড়াল’। এই সিনেমাও জায়গা পেয়েছে ২৪তম আয়োজনে। এ ছাড়া বিপ্লব কুমার পালের ‘ধামের গান’, অনন্য প্রতীকের ‘নয়া নোট’, সুমন ধরের সিনেমা ‘আগন্তুক’ প্রদর্শিত হবে। এ সেকশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আহমেদ হাসানের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সিনেমাটি এ মাসের ১৬ তারিখে হলে মুক্তির কথা রয়েছে।

আদেল ইমাম অনুপের ‘সোলমেট’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার।

তরুণ আরেক নির্মাতা মনিরুল হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, জ্যাক মীরের সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’ ছাড়া এই বিভাগে দর্শকদের জন্য চমক হিসেবে রয়েছে তানিম নূরের সিনেমা ‘উৎসব’। সিনেমাটি গত বছর ঈদে মুক্তির পর আলোচনায় আসে।

বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট
১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে সাজানো বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশন। এখানে বাংলাদেশের তরুণ নির্মাতাদের সিনেমার মধ্যে রয়েছে আবির ফেরদৌসের ‘স্পাইট’, উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’, গোলাম মুস্তাকিম ও হাসিব আহমেদের ‘যাত্রা বিরতি’, শুভাশিস সিনহার ‘হুনাসরি’, সাজিদ শামসের ‘বৈঠক’, প্রদীপ্ত সাহার ‘অন্তঃসার’, আহমেদ হাসানের ‘সং ফ্রম দ্য সাউথ’, তানহা তাবাসুমের ‘হোয়াট ইফ’। এ বিভাগের সর্বশেষ সিনেমা হিসেবে প্রদর্শিত হবে তৌহিদ তুষারের ‘বিফোর দ্য এন্ড’।

ওয়ার্ল্ড সিনেমা ও উইমেন সেকশন
বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দিয়ে সাজানো হয়েছে ওয়ার্ল্ড সিনেমা শাখা। এই বিভাগে রয়েছে ৪৯টি সিনেমা। এর মধ্যে বাংলাদেশের ২টি সিনেমা জায়গা পেয়েছে। আবদুস সামাদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ ও শেখ আল মামুন পরিচালিত সিনেমা ‘ড্রেইনড ড্রিম’। এ ছাড়া নারী নির্মাতাদের ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো হয়েছে উইমেন সেকশন। এখানে দেশের ৫ নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে। আফরোজা হোসাইনের তিমির ‘গান’, প্রজ্ঞা পারমিতা দাসের ‘পটারি: দ্য ফরগটেন আর্ট’, চৈতালি সমাদ্দারের ‘মারিয়ম’, শায়লা রহমানের ‘ঝরা পাতার চিঠি’ ও স্বর্ণা মাহমুদের ‘দ্য রোড টু মাই ফাদার’।

‘জ্বলে জ্বলে তারা’ সিনেমার পোস্টার

রয়েছে আরও দেশের সিনেমা
স্পিরিচুয়াল সেকশনে প্রদর্শিত হবে ১২টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে একমাত্র বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ মনোনয়ন পেয়েছে। চিল্ডেন ফিল্ম সেকশনে দেখানো হবে শিশুদের ঘিরে গল্পগুলো। এই শাখায় মনোনয়ন পেয়েছে ১৫টি স্বল্পদৈর্ঘ্য। এর মধ্যে বাংলাদেশের শিয়াম শ্যামস ও সায়বা তালুকদারের ‘শব্দের ওপারে’, নাজমুল হুদার ‘পরিণাম’। শর্টস অ্যান্ড ইন্ডিপেনডেন্ট সেকশনে প্রদর্শিত হবে ৮১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

এর মধ্যে বাংলাদেশের ১৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনয়ন পেয়েছে। এবার ওপেনটি বায়োস্কোপ সেকশনে প্রদর্শিত হবে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে দেশের ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’, বড়ুয়া সুনন্দার ‘ডট’ ও সবুজ খানের ‘বেহুলা দরদী’ ও রাইসুল ইসলামের ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমা।

‘দ্য জার্নি টু নো এন্ড’ সিনেমার পোস্টার

আয়োজন সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ৫টায় প্রদর্শিত হবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’ (চীন)। সমাপনী অনুষ্ঠান হবে ১৮ জানুয়ারি।

পুরস্কার বিতরণী ও উৎসবের সেরা সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে।