বহুদিন পর এমন দৃশ্য দেখা গেল...

পাশে পোস্টার পাশে রেখে সেলফি, মধুমিতা হলেছবি: মাসুম অপু

‘এই ডিসি রিয়াল, ডিসি রিয়াল...।’ রিকশা থেকে কাউকে নামতে দেখলেই এগিয়ে যাচ্ছেন টিকিট বিক্রেতা। দৃশ্যটা শনিবার বেলা পৌনে তিনটার। মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনের। সিনেমা দেখতে আসা দর্শকের বিশাল সারি আর কালোবাজারে টিকিট বিক্রি কিংবা প্রিয় তারকার পোস্টার পাশে রেখে সেলফি—এই দৃশ্যগুলো বহুদিন পর দেখা গেল ঢাকার চলচ্চিত্র বাজারে।

শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে শুনে মিরপুর থেকে ছুটে এসেছিলেন জিয়াউদ্দিন ফরহাদ। তাঁর প্রিয় নায়ক শাকিব খান। শাকিব খানের ছবি দেখতে সস্ত্রীক এসেছেন তিনি। বললেন, ‘অনেক দিন পর শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে, তাই প্রথম দিনেই দেখার সুযোগটা মিস করতে চাইনি।’

মধুমিতা প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদও সন্তুষ্টির কথা জানালেন।

‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের ‘সুরমা সুরমা’ গানের শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

প্রথম আলোকে সন্ধ্যায় বললেন, ‘স্পেশাল শোর চেয়ে পরের শোতে দর্শক দ্বিগুণ হয়েছে। এটা বেশ ইতিবাচক। সন্ধ্যায় শো দেখে আরও বোঝা যাবে। তবে ছবিটি ভালো যাবে বলে মনে হচ্ছে। তরুণদের স্বপ্ন, আশা–আকাঙ্ক্ষার গল্প বলেছেন। সমাজের চেনা সমস্যা তুলে ধরা হয়েছে। তরুণেরা প্রেক্ষাগৃহে এলেই ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্য পাবে।’

তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ খরার এই সময় এটা একটা রেকর্ড মনে করছে চলচ্চিত্রের বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শাকিব খানের ছবি বলেই এমনটা সম্ভব হয়েছে।

টিকিট কিনতে দর্শকের ভিড়, মধুমিতা হলের চিত্র
মাসুম অপু

অন্যদিকে এবারের ঈদে যে সাতটি ছবি মুক্তি পেয়েছে, যেসবের প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাপ্পী ও জাহরা মিতু অভিনীত ‘শত্রু’ ছবিটি ২৪টি, পূজা চেরি ও সজল অভিনীত ‘জ্বীন’ ১৪, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত কিল হিম ১১টি, আদর আজাদ ও বুবলী অভিনীত ‘লোকাল’ ৯টি, অপু বিশ্বাস ও জয় চৌধুরী ‘প্রেমপ্রীতির বন্ধন’ ৯টি, রোশান ও ববি অভিনীত ‘পাপ’ ৮টি, ইয়াশ রোহান ও ঐশী অভিনীত ‘আদম’ ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এসব ছবির মধ্যে সিঙ্গেল স্ক্রিন ছাড়া মাল্টিপ্লেক্সে প্রায় সবার ছবিই মুক্তি পেয়েছে।

পুরান ঢাকার আজাদ প্রেক্ষাগৃহে চলছে বাপ্পী ও জাহরা মিতুর ‘শত্রু’ ছবিটি। সকালের বিশেষ প্রদর্শনীতে শখানেক দর্শক উপস্থিতি ছিল। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এই পরিমাণ উপস্থিতি সন্তোষজনক মনে করছে। যাত্রাবাড়ীর গীত-সংগীত প্রেক্ষাগৃহে চলছে ‘লিডার: আমিই বাংলাদেশ’। বিকেলের আগের দুটি শোতে দর্শক উপস্থিতি বেশ সন্তোষজনক ছিল বলে জানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

‘আদম’–চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ ছবিটি। আজ ঈদের দিন শনিবার সকালে তিনি সাভার সেনা অডিটরিয়ামে উপভোগ করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। ছবিটি দেখতে যাওয়ার আগে ফেসবুকে পোস্ট দিয়েছেন। দেখা শেষে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর।

জানালেন, ‘শাকিব খানের সিনেমা তিন থেকে চার দিন কোনো ধরনের কথাবার্তা ছাড়াই চলবে। দুপুরের শোতে আমি গিয়েছিলাম। কোনো সিট খালি ছিল না। হাউসফুল। শাকিব খান মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে এখনো ম্যাজিক। সমাজের একটা চিরচেনা গল্পকে পরিচালক উপস্থাপন করেছেন। তপু আমার এলাকার ছোট ভাই। প্রথম সিনেমা হিসেবে ভালোই বানিয়েছে বলে আমি মনে করছি।’

‘কিল হিম’ সিনেমার পোস্টার। যশোরের মণিহার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ঈদের দিন ছবিটির টিকিট বিক্রিতে অসন্তোষ প্রকাশ করেছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বলেন, ‘আমাদের প্রেক্ষাগৃহে স্পেশাল ও ম্যাটিনি দুটি শো হয়েছে। টিকিট বিক্রি খুব একটা ভালো নয়
ছবি: ফেসবুক

ঢাকার বাইরের প্রেক্ষাগৃহের চিত্রটা কিছুটা ভিন্ন। যশোরের মণিহার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কিল হিম’ ছবিটি। ঈদের দিন ছবিটির টিকিট বিক্রিতে অসন্তোষ প্রকাশ করেছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বলেন, ‘আমাদের প্রেক্ষাগৃহে স্পেশাল ও ম্যাটিনি দুটি শো হয়েছে। টিকিট বিক্রি খুব একটা ভালো নয়। ঈদের সময়টায় যেমনটা প্রত্যাশা করি, তার আশপাশেও না।’ আসনের কতসংখ্যক টিকিট বিক্রি হয়েছে জানতে চাইলে বলেন, ২০-২৫ ভাগ। নতুন একটি ছবির ক্ষেত্রে এমনটা কেন হয়েছে জানতে চাইলে বলেন, ‘আমাদের এদিকে সবার কাছে শাকিব খানের ছবির প্রতি আগ্রহটা বেশি। হয়তো শাকিবের ছবিটি মুক্তি পেলে প্রত্যাশিত ব্যবসা হতো।’

জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজ থেকে জানিয়েছে, এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে বাংলা সব মুভির মাঝে টিকিট সেলসের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ‘জ্বীন’। দ্বিতীয় অবস্থানে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’
ছবি: ফেসবুক

জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজ থেকে জানিয়েছে, এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে বাংলা সব মুভির মাঝে টিকিট সেলসের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ‘জ্বীন’। দ্বিতীয় অবস্থানে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ।’ স্টার সিনেপ্লেক্সের সব শাখায় এবারের ঈদে ছয়টি বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এসব ছবির মধ্যে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’ ও ‘আদম’। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের প্রথম দিন হিসেবে প্রতিটি ছবিরই টিকিট বেশ আশানুরূপ। আমাদের প্রতিটি শাখায় বাংলা ছবির প্রতি দর্শক আগ্রহ মুগ্ধ করেছে। কাল থেকে দর্শক আগ্রহ আরও বাড়তে পারে বলে আমাদের বিশ্বাস।’

বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ ঈদে মুক্তির ঘোষণা আসে গত শনিবার সন্ধ্যায়
ফেসবুক

এদিকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ থেকে জানা গেছে, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও বগুড়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির প্রতি দর্শক আগ্রহ অন্য ছবির চেয়ে বেশি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (বগুড়া) জানান, সেখানকার চালচিত্র। বললেন, ‘মধুবন ও সোনিয়া কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তাতে তুলনামূলক “লিডার: আমিই বাংলাদেশ”–এর দর্শক উপস্থিতি সংখ্যা “কিল হিম”–এর দ্বিগুণ।

গাইবান্ধার জুমারবাড়ির সাঘাটার রোমা সিনেমা হল–এ ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবি দেখার সময় দর্শকদের একাংশ
ছবি : ফেসবুক

দেশের বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে সারা দেশের হিসাবে এগিয়ে ছিলেন শাকিব খান। ঈদের দিন বিকেল পর্যন্ত প্রাপ্ত খবরে দর্শক আগ্রহেও এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্য ছবির মধ্যে ‘জ্বীন’, ‘লোকাল’ এবং ‘আদম’–এর কথাও শোনা যাচ্ছে। ঈদের ছবির দৌড়ে শেষ পর্যন্ত কে সবচেয়ে এগিয়ে থাকেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।