আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি

মাহিয়া মাহিছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনসহ তিন আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মাহি এক ভিডিও বার্তায় বলেন, জিয়াউর রহমানের পক্ষে কাজ করে যাবেন তিনি।

মাহিয়া মাহি
ছবি: খালেদ সরকার

মাহি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যাঁকে পছন্দ করেছেন, তিনিই চাঁপাইনবাবগঞ্জের জন্য সেরা হবেন। আমি তাঁর (জিয়াউর রহমান) পক্ষে ও নৌকার পক্ষে মাঠে কাজ করব। নির্বাচনে নৌকা ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবার নৌকার জয়জয়কার হবে।’
মাহি বলেন, ‘এই আসনের জনগণকে আমি বলব, সবাই নৌকার পক্ষে থাকবেন। যাঁরা যাঁরা নৌকার মনোনয়ন ফরম কিনেছিলেন, সবাই একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি ও মাননীয় প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দিই।’

স্বামী রকিব সরকারের সঙ্গে মাহি।
ছবি : সংগৃহীত

এর আগে গত বৃহস্পতিবার স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহি। সেখানে সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে কাজ করে যাবেন।

আরও পড়ুন

বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি; তাঁর স্বামী রকিব সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

আরও পড়ুন