‘ও খুব লক্ষ্মী ছেলে’, শাকিবকে নিয়ে জয়া

‘তাণ্ডব’-এর সংবাদ সম্মেলনে জয়া আহসান, শাকিব খান ও সাবিলা নূর। মীর হোসেন

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সি‌নেমা‌কে নির্মাতা রায়হান রাফীর ক্যারিয়ারে সেরা সিনেমা হিসেবে অভিহিত করেছেন চিত্রনায়ক শা‌কিব খান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তি‌নি।  
আগামীকাল দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘তুফান’-এর পর রাফীর দ্বিতীয় ‌সি‌নেমা ‘তাণ্ডব’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শা‌কিব খান।

‘তাণ্ডব’ নিয়ে শাকিব খান বলেন, ‘অসম্ভব ভালো নির্মাণের সিনেমা। আমি রাফী‌কে বলেছিও, “রাফী, তোর লাইফের বেস্ট সিনেমা।” আমি ডাবিং করেছি আর সি‌নেমাটা দেখেছি, কী বানা‌ল রাফী। তাণ্ডব অসম্ভব পরিশ্রমের সিনেমা। তাণ্ড‌ব-এর ফাইট, গান, গল্প অসাধারণ। আমি শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।’

সংবাদ সম্মেলনে শাকিব খান। মীর হোসেন

শা‌কিব খানের ভাষ্য, ‘রাফীর সঙ্গে এক লাইনে গল্পটা শুনেছি, তারপর সেটে চলে গেছি। রাফী আমাকে মুগ্ধ করেছে। নতুন পরিচালকদের রাফীর কাজ অনুপ্রাণিত করতে পারে।’

শাকিবের বিশ্বাস, ‘তাণ্ডব’ দর্শকের হৃদয়ে ‘তাণ্ডব’ ঘটাবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, সিনেমা শতকোটির ঘরে পৌঁছাবে। পৃথিবীর বহু দেশে আমাদের সিনেমা চলে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশের থিয়েটারে বাংলা সিনেমা চলে।’

‘তাণ্ডব’-এর সংবাদ সম্মেলনে ছবির শিল্পী ও কলাকুশলীরা। মীর হোসেন

সংবাদ সম্মেলনে অভিনেতা আফজাল হোসেন, এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চর‌কির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান র‌নি, ছবিটির নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী জয়া আহসান, অভিনেত্রী সা‌বিলা নূর উপস্থিত ছিলেন।
শা‌কিব খানকে নিয়ে জয়া আহসান বলেন, ‘ও খুব লক্ষ্মী ছেলে।’ জয়াকে নিয়ে শা‌কিব বলেন, ‘জয়া আহসা‌নের তুলনা জয়াই।’

‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন আফজাল হো‌সেন। তি‌নি বলেন, ‘দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছে শা‌কিব। শা‌কিব খানের প্রথম ছবি দেখি “শিকারি”। একটা মানুষের কতটা অর্জনের ক্ষমতা থাকলে ২০০ ছবির পর বদলানো যায়। আমরা অনেক সময় অভিনয় করতে করতে বদলাতে পারি না। কয়েক বছর ধরে লক্ষ্মী ছেলে কাজ করে যাচ্ছে।’
শাহ‌রিয়ার শা‌কিল ব‌লেন, ‘পরশু থে‌কে দলেবলে সিনেমা হলে আসুন। “তাণ্ডব” সি‌নেমাটি দেখুন।’
রেদওয়ান র‌নি বলেন, ‘এত বড় ক্যানভাসের ছ‌বি, সবার ভালোবাসা না পেলে সম্ভব হতো না। সবার প্রতি কৃতজ্ঞতা।’

‌রায়হান রাফী বলেন, ‘প্রতিবারই দর্শক আমার ছ‌বি দেখে সারপ্রাইজড হন, এই ছবি দেখে আরও বেশি সারপ্রাইজড হবেন।’
সা‌বি‌লা নূর ব‌লেন, ‘দারুণ টিম পেয়েছি, সবার সহযোগিতায় আমার চরিত্রটা ফুটিয়ে তুলেছি।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজী রাকা‌য়েত, সালাহউদ্দিন লাভলু, মু‌কিত জাকা‌রিয়া। আ‌য়োজন‌টি উপস্থাপনা ক‌রে‌ছেন মৌসুমী মৌ।
“তাণ্ডব” প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।