এসব চরিত্রে অভিনয় করতে অনেক ভয় লাগে: তিশা

ভালোবাসা প্রীতিলতা সিনেমার শুটিংয়ে নুসরাত ইমরোজ তিশা
ছবি: হাসান রাজা

প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ২৪ সেপ্টেম্বর ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস। এ উপলক্ষে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক টিজার। ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

‘ভালোবাসা প্রীতিলতা ’সিনেমার শুটিংয়ে তিশা ও মনোজকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক প্রদীপ ঘোষ
ছবি: হাসান রাজা

প্রীতিলতা চরিত্র প্রসঙ্গে তিশা প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। অনেক ভয় লাগে। কেননা এসব চরিত্রে মানুষের প্রত্যাশা বেশি থাকে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। তাঁকে আমরা দেখিনি, তাঁর কোনো ভিডিও নেই। বই পড়ার মাধ্যমে যতটুকু অবগত হয়েছি, সেটার ওপর ভিত্তি করে চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা দর্শক দেখবেন। তাঁরাই বলবেন আমরা সফল কি না।’

‘ভালোবাসা প্রীতিলতা ’সিনেমার শুটিংয়ে তিশা
ছবি: হাসান রাজা

ছবির শুটিং, ডাবিংসহ সব কাজ প্রায় শেষ। এখন চলছে কালার গ্রেডিংয়ের কাজ। আগামী অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে ছবির ট্রেলার আসবে। ছবি প্রসঙ্গে তিশা বলেন, ‘দর্শকেরা অনেক দিন ছবি থেকে দূরে ছিলেন। এখন অনেক ভালো ভালো ছবি আসছে। আশা করি, আমার “প্রীতিলতা”ও দর্শকের ভালো লাগবে।’

আরও পড়ুন

ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। ছবির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন।