৩৩ বছর পর ‘আশিক প্রিয়া’র দেখা হাসপাতালে

৩৩ বছর পর ‘আশিক প্রিয়া’ সিনেমার জুটি শামিম-সোনিয়ার দেখা হয়েছে

১৯৯২ সালে নতুন জুটি শামিম-সোনিয়াকে নিয়ে ‘আশিক প্রিয়া’ নির্মাণ করেন আওকাত হোসাইন। ছবিটি মুক্তি পায় পরের বছর। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও নায়ক হিসেবে এ সিনেমা দিয়েই শামিমের অভিষেক। নায়িকা সোনিয়ারও এটি প্রথম সিনেমা। এরপর কেটে গেছে তিন দশক। শামিম-সোনিয়ার আর দেখা হয়নি। ৩৩ বছর পর গতকাল শনিবার আবার দুজনের দেখা হয়েছে ঢাকার একটি হাসপাতালে। এই দেখা হওয়াটাও যেন সিনেমার মতো।