জলে মিম, রইল ১০ ছবি

এবারের ঈদের ছুটিতে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখান থেকে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন ছবি। আজ তিনি দিয়েছেন সুইমিংপুলের কিছু ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে কিছু তথ্য-

১ / ১০
আজ সুইমিংপুলে নানা ভঙ্গিতে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
২ / ১০
তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। এক ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ছয় হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
অভিনেত্রী ছবিগুলো তুলেছেন শ্রীলঙ্কার কান্ডালামা লেকঘেঁষা একটি সুইমিংপুল থেকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
ছবিতে দেখা যাচ্ছে কান্ডালামা লেকের দৃশ্য। এক পাশে লেক, অন্য পাশে পাহাড়। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
এর আগে মিম গিয়েছিলেন দ্বীপদেশটির সমুদ্রসৈকতে। তারপর গিয়েছিলেন এলায়। সেখানকার পাহাড়, জলপ্রপাত, চা বাগানে ঘুরেবেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
মিম একটু ফুরসত পেলেও ঘুরতে বেরিয়ে পড়েন। গত ঈদে গিয়েছিলেন থাইল্যান্ড। এবারের সফরে তাঁর সঙ্গে আছেন স্বামী সনি পোদ্দার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
দীর্ঘ দিন ধরেই পর্দায় নেই মিম। ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সবশেষ দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
এর আগে ২০২২ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পারণ’ দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ছবিটি মুক্তির পর নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
গত তিন বছরে মিমকে কেবল দেখা গেছে ওটিটির জন্য নির্মিত ‘মিশন হান্টডাউন’-এ। অভিনেত্রীর ফেসবুক থেকে
১০ / ১০
মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। ওয়াহিদ তারেকের ছবিতে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে