পেছাল ‘জংলি’, পরিচালক বললেন, ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে!

‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারফেসবুক থেকে

ঈদুল আজহার সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরে গেল ‘জংলি’। অনেকটাই ঢাকঢোল পিটিয়ে যেকোনো মূল্যেই ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৯ মার্চ ছবির প্রথম ঝলকে নায়ক সিয়াম আহমেদের ছবি প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয় তারা। আজ শনিবার ছবির পরিচালক এম রাহিম প্রথম আলোকে জানিয়েছেন, ছবিটি ঈদে আর আসছে না। পরবর্তী সময়ে ঈদের আমেজ থাকতে থাকতেই ছবিটির মুক্তির সম্ভাবনা আছে।
জানা গেছে, ঈদে মুক্তির লক্ষ্যে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং চলে ছবিটির। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয়। একটি সেট ঝড়ে ভেঙে যায়। নতুন করে সেটা মেরামত করে এত অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না।

রাহিম বলেন, ‘ঈদে মুক্তির লক্ষ্যেই প্রচণ্ড গরমেও টানা শুটিং করেছি। অনেক শিল্পী অসুস্থও হয়েছিলেন। তারপরও কাজ চালিয়ে গেছি। সঠিক সময়ে ছবিটি মুক্তির লক্ষ্যে একদিকে শুটিং চলছিল, অন্যদিকে সেই ফুটেজ পাঠিয়ে ভারতে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছিল। ঢাকায় চলছিল ডাবিং। সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। তাই বাধ্য হয়েই আমরা সরে আসলাম।’

‘জংলি’র পোস্টারে বুবলী ও সিয়াম। ফেসবুক থেকে

রাহিম আরও বলেন, ‘দর্শককে যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি ধরে রেখে তাড়াহুড়া করে ঈদে মুক্তি সম্ভব হবে না। সিনেমার মানের সঙ্গে কম্প্রোমাইজ করাটা বোকামি হবে।’

ঘোষণা দিয়েও ঈদে না আসতে পারাতে দর্শকের কাছে দুঃখ প্রকাশ করে এই পরিচালক বলেন, ‘সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন “জংলি”র জন্য। ঈদে ছবিটি না আসাতে ভক্ত–দর্শকেরা কষ্ট পাবেন। দর্শকের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি আমরা।’
নাকি শাকিব খানের ‘তুফান’ ছবির কারণে ‘জংলি’ মুক্তির তালিকা থেকে সরিয়ে নেওয়া হলো, এমন প্রশ্নে রাহিম বলেন, ‘না না, “তুফান” একধরনের ছবি, “জংলি” আরেক ধরনের ছবি। “তুফান”-এর মুক্তির খবর জেনেশুনেই তো আমরা “জংলি” মুক্তির ঘোষণা দিয়েছিলাম। রাফী ভাইয়ের সহকারী হিসেবে আমি তাঁর কয়েকটি ছবিতে কাজ করেছি। বলা যায় আমরা তো একই টিম। সুতরাং “তুফান”-এর কারণে সরিয়ে নিলাম, তা নয়।’
তাহলে কবে আসবে ছবিটি, জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা আশা করছি, ঈদের আমেজ থাকতে থাকতেই ছবিটি মুক্তি দিতে পারব। সেটা ঈদের দু-তিন সপ্তাহের মধ্যেও হতে পারে।’

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলোর কথা স্মরণ করিয়ে পরিচালক জানান, ঈদের তিন সপ্তাহের মাথায় মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। ঈদের ছবি ‘পরাণ’–এর সঙ্গে সে সময় ‘হাওয়া’ ছবিটিও দারুণ ব্যবসা করে। দর্শকেরা পালাক্রমে দুটি ছবিই দেখেছেন। বক্স অফিসেও সাফল্য পেয়েছে ছবি দুটি।
পরিচালকের ভাষ্য, ‘এর মধ্যে কাজ শেষ করে ফাঁকে ফাঁকে ছবির প্রমোশনাল পোস্টার, টিজারসহ বিভিন্ন জিনিস আসতে থাকবে। আমাদের কনটেন্টের জোর আছে। আমরা বিশ্বাস করি, মানুষ “জংলি” দেখতে সিনেমা হলে যাবেন। তা ছাড়া ইন্ডাস্ট্রির স্বার্থে “তুফান”, “জংলি”—দুটি ছবিই ভালো ব্যবসা করা উচিত। এতে ইন্ডাস্ট্রি এগোবে।’
‘জংলি’ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও বুবলী। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবির সবগুলো গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।