সয়াবিন তেল উধাও! এখনো আপনাগো হারামিপনা কমে নাই, লিখেছেন ওমর সানী

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনেতা নাসির উদ্দিন খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সামনের ইলেকশনে আপনার সবচেয়ে বড় অপোনেন্ট হইতাছে হা হা। এটা ট্রফিতে রিলিজ হওয়া ওয়েব সিরিজ “৮৪০”–এর একটা ডায়ালগ। “৮৪০”–কে আমার কাছে সব সময়ের জন্যই সমসাময়িক বলে মনে হয়। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত সকলের অবশ্যই সিনেমাটি দেখা উচিত।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেতা মামুনুর রশিদের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। দিনটি চার বছর পরপর আসে। এই অভিনেতার জন্মদিন উপলক্ষে গত বছরের ছবি পোস্ট করেছেন রওনক হাসান। তিনি লিখেছেন, ‘২৯ ফেব্রুয়ারি চার বছর পরপর আসে! তাই মামুন ভাইয়ের জন্মদিনও চার বছর পরপর। গত বছর ২৯ ফেব্রুয়ারির ছবি! শ্রদ্ধেয় মামুনুর রশিদের জন্মদিন উদ্‌যাপন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করছি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ওমর সানী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। এখনো আপনাগো হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলিকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কদিন আগেই প্রয়াত হয়েছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি। তাকে স্মরণ করে তৌসিফ মাহবুব ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শাহবাজ সানি, এই ছবিটা নামায় রেখেছিলাম গ্যালারিতে, ভাবছিলাম তোকে পাঠায় বলব এটা প্রোফাইল পিক দে। শেষ আপলোড টা আমারই দিতে হলো। ওপারে তুই ভালো থাকিস।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
ভালোবাসা দিবসে প্রচারিত ‘মন দুয়ারী নাটক দিয়ে আলোচনায় রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে আলোচনায় এসেছিলেন ‘পথে হলো দেরি’ নাটক দিয়ে। দুটি নাটকেই অনেকটা একই রকম দৃশ্য রয়েছে। সেই ছবি পোস্ট করে অপূর্ব লিখলেন, ‘মন দুয়ারী থেকে পথে হলো দেরি।’ সেখানে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘‘পথে হল দেরী’ পুরোটাই রোমান্টিক আর ‘মন দুয়ারী’ পারিবারিক ও রোমান্টিক। দুটো কাজই খুব সুন্দর।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন