শাবনূর বললেন, মন ভালো থাকলে ছবি তুলে রাখো...

ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবার নিয়ে এখন থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। দেশ থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ থাকে। নিজের ভাবনাচিন্তাও শেয়ার করেন। নতুন আটটি ছবি পোস্ট করে জানালেন তাঁর ভাবনাও। ছবিতে জেনে নেওয়া যাক শাবনূর সম্পর্কে কিছু তথ্য
১ / ৮
মাত্র ১৪ বছর বয়সে শাবনূরের চলচ্চিত্রে কাজের শুরু। টানা দেড় যুগ এই মাধ্যমে কেটেছে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করেও নিয়েছিলেন।
২ / ৮
এক যুগের বেশি সময় ধরে সিনেমায় অনিয়মিত শাবনূর। এই সময়ে বিয়ে ও সংসারী হয়েছেন। পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে তাঁর জীবনযাপন। মাঝেমধ্যে ঢাকায় আসেন। এ বছরেও যেমনটা এসেছিলেন।
৩ / ৮
দীর্ঘ অভিনয়জীবনে শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানা স্ক্যান্ডালও তাঁকে জেঁকে ধরেছিল। তবে এসবকে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপুটে নায়িকা।
৪ / ৮
প্রথম আলোর সঙ্গে আলাপে এই নায়িকা বলেন, ‘নায়িকার জনপ্রিয়তা মানে, তাঁকে নিয়ে আলোচনা হবে। সমালোচনা হবে। স্ক্যান্ডাল হবে। জনপ্রিয় তারকাকে ঘিরে গালগল্প শুনতেও ভক্ত এবং সাধারণ মানুষের ভালোই লাগে। আমি কোনো দিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না। আমি মনে করি, যে তারকার জনপ্রিয়তা যত বেশি, তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা–সমালোচনা থাকবে।’
৫ / ৮
শাবনূরকে নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে শাবনূর আনুষ্ঠানিকভাবে জানান, তিনি ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনীক মাহমুদের সঙ্গে আংটিবদল করেন। পরের বছরের ২৮ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
৬ / ৮
বিয়ের পর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনীককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর-অনীক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয়। ২০২০ সালের ২৬ জানুয়ারি অনীক মাহমুদের সঙ্গে শাবনূর বিবাহবিচ্ছেদের খবর জানান। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতে থাকেন বাংলা চলচ্চিত্রের একসময়ের সুপারহিট এই নায়িকা।
৭ / ৮
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সময় অস্ট্রেলিয়ায় কাটে কীভাবে? জানতে চাইলে বলেন, ‘আমার তো ভাই-বোন-মাসহ সবাই এখন অস্ট্রেলিয়াতে থাকেন। এক যুগের বেশি সময় এখানে থাকার কারণে অনেক বন্ধুবান্ধবও জুটেছে। তাঁদের সঙ্গে আড্ডা হয়। ঘুরতে যাই। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। বন্ধুরা ব্যস্ত থাকলে আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। পরিবার, সাংসারিক নানা কাজকর্ম এবং বন্ধুবান্ধব মিলে সময়টা দারুণ কাটে।’
৮ / ৮
নতুন স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘মন ভালো থাকলে একটা ছবি তুলে রাখো।’ শাবনূরের পোস্ট করা সেসব স্থিরচিত্রে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করেছেন। আল আমিন নামের একজন লিখেছেন, ‘চিরচেনা সেই মায়াবী চাহনি।’ শাহাবুদ্দীন নামের একজন লিখেছেন, ‘খুব মিস করি আপনাকে, আপু।’ সিনথিয়া নামের একজন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘খুব সুন্দর মিষ্টি একটা পরী।’