এ মাসেও জমজমাট

৯ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহিয়া মাহি ও সাইমন সাদিক অভিনীত শামীম আহমেদের ‘লাইভ’

মুক্তির নবম সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সসহ দেশের ৩১ প্রেক্ষাগৃহে চলছে ‘পরাণ’। অন্য দিকে ষষ্ঠ সপ্তাহে ‘হাওয়া’ মাল্টিপ্লেক্সসহ ৪১টি হলে চলছে। দুটি ছবিতে দর্শক আগ্রহ এখনো কমেনি। এর পাশাপাশি এ মাসে যোগ হবে আরও সাতটি ছবি।
আজ শুক্রবার দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভাইয়ারে’। ভাইবোনের আবেগের গল্প নিয়ে ছবিটির কাহিনি। ছবিটি নিয়ে পরিচালক রকিবুল আলম বলেন, ‘এখন মারদাঙ্গা বাণিজ্যিক নয়, একটু অন্য রকমের গল্পের ছবি প্রেক্ষাগৃহে ভালো যাচ্ছে। বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবির কথা বলা যায়। ‘ভাইয়ারে’ কিছুটা সে ধরনের ছবি। দর্শকের কাছে খারাপ লাগবে না।’ কয়েক দিন আগে ছবির নায়ক রাসেল মিয়া নিজেই ভ্যান চালিয়ে মাইক বাজিয়ে রাজধানীর পথে পথে ছবিটির প্রচার চালিয়েছেন।

ছবির নায়ক নিজেই ভ্যান চালিয়ে মাইক বাজিয়ে রাজধানীর পথে পথে ছবিটির প্রচার চালিয়েছেন

এর ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়েছে। এতে আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, জারা,শবনম পারভিন, সীমান্ত, মাহমুদুল মিঠু প্রমুখ।

প্রযোজক পরিবেশক অফিসের মুক্তির তালিকা খাতা থেকে জানা গেছে, চলতি মাসে আরও ছয়টি ছবি মুক্তির তালিকায় আছে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহিয়া মাহি ও সাইমন সাদিক অভিনীত শামীম আহমেদের ‘লাইভ’। সাইদুল ইসলাম পরিচালিত এবং ইমন ও নবাগত সালওয়া অভিনীত ‘বীরত্ব’ মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।

ইমন ও নবাগত সালওয়া অভিনীত ‘বীরত্ব’ মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর

২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে দুটি ছবি ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’। দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করছেন সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক (কলকাতা), তাসকিন রহমান প্রমুখ। মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, জয়া আহসান, ফেরদৌস প্রমুখ। মাসের শেষ সপ্তাহ ৩০ সেপ্টেম্বরও দুটি ছবি মুক্তির তালিকায় আছে। অপু বিশ্বাস ও ডি এ তায়েব অভিনীত এবং ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ এবং রফিক শিকদারের ছবি ‘বসন্ত বিকেল’। এতে অভিনয় করেছেন সুচরিতা, শিপন মিত্র, তানভীর তনু, সুবাহ প্রমুখ।

‘অপারেশন সুন্দরবন’ ছবির দৃশ্যে সিয়াম ও নুসরাত ফারিয়া
ছবি : সংগৃহীত

‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবির পাশাপাশি নতুন এ ছবিগুলোর মুক্তিতে চলতি মাসে ঢালিউড আরও বেশি জমজমাট থাকবে বলে প্রত্যাশা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। ‘অপারেশন সুন্দরবন’ ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, এক মাসে পরপর এতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে। ইন্ডাস্ট্রির জন্য গুড সাইন। ইন্ডাস্ট্রি ব্যস্ত হওয়ার পূর্ব লক্ষণ এটি। তা ছাড়া একই দিনে বড় বড় একাধিক ছবির মুক্তির বিষয়টি চলচ্চিত্রের সমৃদ্ধির পরিচয়।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র শিগগিরই মুক্তি পাবে

মাসজুড়ে সিনেমার জমজমাটের আভাস পাওয়া যাচ্ছে। পরাণ ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘ঈদুল আজহার সময় থেকেই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছে। এখনো তা অনেকটাই অব্যাহত আছে। এর মধ্যে চলতি মাসে নতুন নতুন অনেক ছবি মুক্তি তালিকায় যোগ হয়েছে। বেশ কয়েকটি বড় ছবিও আছে। আমার মনে হচ্ছে পরাণ ও হাওয়া ছবির মতো ছবিগুলো প্রেক্ষাগৃহে দর্শক মাতাবে।’