শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, প্রথম দিন থেকেই শুটিং সেটে আমাকে “হাসিনা” বলে ডাকা হতো। সেটে প্রথম প্রথম এই নামে আমাকে কেউ কেউ ডাকলেই চমকে উঠতাম। একটা পর্যায়ে আমার নাম যে ফারিয়া, সেটা যেন ভুলেই গেলাম। শুটিংয়ের পুরো দিনগুলোতে হাসিনা হয়ে গেলাম। এই নামের অনুভূতি যেমন গর্বের তেমন ভয়েরওছবি: ফেসবুক থেকে