জয়কে রুনা খান কেন বলেছিলেন, ‘আপনার উপস্থাপনা ভালো লাগে না’

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ঈদ উপলক্ষে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ মুক্তি দিচ্ছে। ‘নীলপদ্ম’ নামে ওয়েব ফিল্ম ও ‘পাপ কাহিনি’ সিরিজ মুক্তি উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে অভিনয়শিল্পী ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

‘পাপ কাহিনি’ পরিচালনা করেছেন অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। তিনি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জয় বলেন, ‘দারুণ গল্পে নির্মিত একটি ওয়েব কনটেন্ট “পাপ কাহিনি”। আমি মনে করি, “পাপ কাহিনি” এবারের ঈদে যত ওয়েব ফিল্ম, সিরিজ ও সিনেমা মুক্তি পাবে, তার মধ্যে আলাদা একটা জায়গা করে নেবে।’
কথা প্রসঙ্গে জয় এ–ও বলেন, ‘ওয়েব কনটেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, সিনেমা ও নাটকে যেসব গল্প বলা যায় না, সেগুলো ওয়েবে সুন্দরভাবে বলা যায়। আমার বিশ্বাস, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, আমার এই “পাপ কাহিনি” ওয়েব সিরিজ দর্শক দেখলে পছন্দ করবেন। এটি সুন্দর গল্পে সবার সু-অভিনীত একটি কনটেন্ট।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন শাহরিয়ার নাজিম জয়
ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ‘নীলপদ্ম’ পরিচালনা করেছেন তৌফিক এলাহি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, এ কে আজাদ সেতু প্রমুখ। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’।

রুনা খান বলেন, ‘ওয়েব ফিল্মে নীলাকে যেভাবে পর্দায় দেখানো হয়েছে—তার জীবনের অতীত, বর্তমান ও সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, এটা মূলত দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেওয়া। এটা তাঁদের জীবনেরই নির্যাস। এমন একটি চরিত্রে কাজ করে আমারও ভীষণ ভালো লেগেছে। নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন রুনা খান
ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

কথা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আইস্ক্রিনে এই প্রথম আমার দুটি কাজ আসছে। আমার বিশ্বাস, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে দর্শক কনটেন্টগুলো দেখতে পাবেন। স্বামী–স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এই সিরিজ। জয় ভাইকে বলেছিলাম, আপনার উপস্থাপনা ভালো লাগে না, কিন্তু অভিনয় ও নির্মাণ ভালো লাগে। এ জন্য তাঁর উপস্থাপনায় আসি না, কিন্তু তাঁর নির্মাণে সাড়া দিয়েছি।’

এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় রুনা খানের। তিনি বলেন, ‘জয় তাঁর অনুষ্ঠানে ডেকে অতিথিদের পেশাগত কাজের বাইরের বিষয়ে কথাবার্তা বলেন, যা পুরোপুরি অপ্রাসঙ্গিক। আমি তাই কোনো দিন তাঁর উপস্থাপনায় কোনো অনুষ্ঠানে অংশ নিইনি। তবে আমি এটা বিশ্বাস করি, নির্মাতা হিসেবে তিনি দুর্দান্ত, তাই তো তাঁর পরিচালনায় অভিনয় করেছি।’

নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’। এ বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ছবিটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ৭ জুন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। অন্যদিকে ৯ জুন একই প্ল্যাটফর্মে ‘পাপ কাহিনি’ মুক্তি পেতে যাচ্ছে। ‘পাপ কাহিনি’তে জয় ছাড়াও অভিনয় করেছেন রুনা খান, তানজিয়া জামান মিথিলা ও মৌসুমি মৌ।