সিনেমার সেই পোস্টার নিয়ে যা বললেন শাবনূর
তিন বছর পর দেশে ফিরে যেন একের পর এক আলোচনায় শাবনূর। ঢালিউডের একসময়ের দাপুটে এই অভিনয়শিল্পীকে নিয়ে দুই নির্মাতা দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। একটি আরাফাত হোসেনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’। নির্মাতা আরাফাত তাঁর ছবি ‘রঙ্গনা’র ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টার প্রকাশ করে শাবনূরের চরিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন।
এই পোস্টার প্রকাশের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। প্রকাশিত পোস্টার প্রসঙ্গে শাবনূর বলেছেন, ‘যে পোস্টার প্রকাশিত হয়েছে, এটি একটি ডামিমাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক, তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।’
‘মাতাল হাওয়া’ ও ‘রঙ্গনা’ ছবির মধ্যে কোনটির শুটিং আগে শুরু হবে, এর কিছুই নিশ্চিত হয়নি। দুই নির্মাতাই চাইছেন, শাবনূরের ফেরার ছবিটি তাঁদের হোক। তবে শাবনূরও বুঝেশুনে পা ফেলতে চাইছেন। জানিয়েছেন, পুরোপুরি প্রস্তুত হয়ে তবেই ফিরবেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার আগে তিনি চুক্তিবদ্ধ হন আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ সিনেমায়। আর সিডনিতে থাকা অবস্থায় ‘মাতাল হাওয়া’ ছবিতে অভিনয়ের ব্যাপারে মৌখিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করেন শাবনূর।
সম্প্রতি ‘রঙ্গনা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ্যে এলে এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। তবে ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে বলে দাবি এই নায়িকার। শাবনূর বলেন, ‘আমি আবারও বলছি, আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি, কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে।’
এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘রঙ্গনা’ ছবিটির শুটিং কবে শুরু হবে, সে ব্যাপারে এখনো কিছুই নিশ্চিত হয়নি। শাবনূর এখন নিজের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি মনোযোগী। নিজেকে পুরোপুরি ফিট করার পরই তিনি সিদ্ধান্ত নেবেন, ‘রঙ্গনা’, নাকি ‘মাতাল হাওয়া’ দিয়ে বিরতি ভাঙবেন।