ছবিতে শাকিব খানের দেশে ফেরা
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। গত বুধবার তিনি ঢাকায় পৌঁছান। এদিকে ঢালিউড তারকার ঢাকায় ফেরা উপলক্ষে ছুটে এসেছিলেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় নায়কের আগমনের খবরে এদিন সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেট, ২ নম্বর টার্মিনাল ও বিমানবন্দরের উল্টোপাশের সড়কে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন। কাছ থেকে একনজর দেখা কিংবা ছুঁয়ে দেখার আশায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা অপেক্ষা করছিলেন। ভক্তদের নিরাশও করেননি শাকিব খান। কথা বলেছেন, তাঁদের ভালোবাসায় বরাবরের মতো নিজেও আপ্লুত হয়েছেন। শাকিব এতটাই আপ্লুত ছিলেন, ছুটে আসা ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন, যেমনটা সচরাচর তাঁকে দেখা যায় না।