ছবিতে শাকিব খানের দেশে ফেরা

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। গত বুধবার তিনি ঢাকায় পৌঁছান। এদিকে ঢালিউড তারকার ঢাকায় ফেরা উপলক্ষে ছুটে এসেছিলেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় নায়কের আগমনের খবরে এদিন সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেট, ২ নম্বর টার্মিনাল ও বিমানবন্দরের উল্টোপাশের সড়কে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন। কাছ থেকে একনজর দেখা কিংবা ছুঁয়ে দেখার আশায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা অপেক্ষা করছিলেন। ভক্তদের নিরাশও করেননি শাকিব খান। কথা বলেছেন, তাঁদের ভালোবাসায় বরাবরের মতো নিজেও আপ্লুত হয়েছেন। শাকিব এতটাই আপ্লুত ছিলেন, ছুটে আসা ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন, যেমনটা সচরাচর তাঁকে দেখা যায় না।

১ / ৯
বেলা ঠিক ১টা ৪ মিনিটে শাকিব খান ভিআইপি লাউঞ্জে এসে পৌঁছান। ৯ মাস পর দেশে ফেরা শাকিব খানকে পরিবারের পক্ষ থেকে বিমানবন্দরে স্বাগত জানান তাঁর ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ ও চাচাতো ভাই মনির জামান
ছবি : প্রথম আলো
২ / ৯
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাকিব খান ভিআইপি গেটে অবস্থানরত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার জন্য বেরিয়ে আসছেন
ছবি : প্রথম আলো
৩ / ৯
বিমানবন্দরের ভিআইপি গেটে অবস্থানরত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলাছেন শাকিব খান
ছবি : প্রথম আলো
৪ / ৯
কাছ থেকে একনজর দেখা কিংবা ছুঁয়ে দেখার আশায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা অপেক্ষা করেছিলেন। দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্তদের কাছে পেয়ে শাকিব এতটাই আপ্লুত ছিলেন, তাঁদের সঙ্গে সেলফিও তোলেন, যেমনটা সচরাচর তাঁকে দেখা যায় না
৫ / ৯
বিমানবন্দরের সামনে ভক্ত পরিবেষ্টিত শাকিব খান
ছবি : প্রথম আলো
৬ / ৯
গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাকিব খান
ছবি : সংগৃহীত
৭ / ৯
বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে ভক্তদের মধ্যে শাকিব খান
ছবি : প্রথম আলো
৮ / ৯
গুলশানের বাসায় মা রেজিয়া বেগম ও বাবা আবদুর রবের সঙ্গে শাকিব খান। এদিকে ৯ মাস পর ছেলের দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম তাঁর ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। তালিকায় ছিল টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, ইলিশ মাছ ভাজা, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। শাকিব তাঁর গুলশানের বাসায় ফিরেই বাবা–মায়ের পা ছুঁয়ে সালাম করেন
ছবি : মনজুর কাদের
৯ / ৯
ভক্তদের উদ্দেশে শাকিবের উড়ন্ত চুম্বন
ছবি : প্রথম আলো