গুলশানের বাসায় মা রেজিয়া বেগম ও বাবা আবদুর রবের সঙ্গে শাকিব খান। এদিকে ৯ মাস পর ছেলের দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম তাঁর ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। তালিকায় ছিল টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, ইলিশ মাছ ভাজা, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। শাকিব তাঁর গুলশানের বাসায় ফিরেই বাবা–মায়ের পা ছুঁয়ে সালাম করেনছবি : মনজুর কাদের