বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’–এর মৃত্যুর খবরে ঢালিউডের নিরব বললেন...
গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পান বাংলাদেশি মডেল ও অভিনেতা নিরব হোসেন। মুহূর্তেই তাঁর সঙ্গে দেখা হওয়ার সেই দিনের কথা মনে পড়ে যায় এই বাংলাদেশি তারকার। ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শেফালির মৃত্যুর খবরটা একেবারে অবিশ্বাস্য। ভাবতেই পারছেন না, এত অল্প বয়সে মারা গেছেন তিনি।
প্রায় দুই যুগ আগের কথা। সেই সময়ে সত্তরের দশকে মুক্তি পাওয়া ধর্মেন্দ্র-আশা পারেখ অভিনীত ‘সমাধি’ সিনেমার ‘কাঁটা লাগা’ গানটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। ২০০২ সালে সেই গানে মডেল হয়ে রাতারাতি জনপ্রিয়তা পান ভারতীয় মডেল শেফালি জারিওয়ালা। এটি ছিল সদ্য প্রয়াত এই অভিনেত্রী ও মডেলের প্রথম কাজ। তখন শেফালির বয়স মাত্র ১৯ বছর। সেই সময়েই তুমুল সাফল্য তাঁকে আর ক্যারিয়ার নিয়ে পেছনে তাকাতে দেয়নি। একের পর এক মডেলিং, স্টেজ শোর পাশাপাশি নাম লিখিয়েছিলেন সিনেমায়। নিরবও তখন থেকেই চেনেন শেফালিকে।
নিরব বলেন, ‘আমি তখন কলেজছাত্র। “কাঁটা লাগা” গান যে কতবার দেখেছি, বলে শেষ করা যাবে না। শেফালিকে দেখতেও বেশ চার্মিং লাগত। বছর চারেক আগে শেফালি ঢাকায় একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তাঁর সঙ্গে প্রথম ও শেষ দেখা। সেই অনুষ্ঠানে ভারতের আরও তারকাশিল্পীরাও ছিলেন। সবার সঙ্গে দারুণ আড্ডা হয়। শেফালির সঙ্গে কথার পর তাঁকে বেশ আন্তরিক মনে হয়েছে। পর্দায় তাঁকে দেখে যেমনটা ভেবেছিলাম, বাস্তবে একদমই আলাদা। বেশ হাসিখুশি এবং আড্ডাবাজ মনে হয়েছে। হঠাৎ করে তাঁর মৃত্যুর খবর মানা সত্যিই কষ্টের।’
২০০৪ সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় মুক্তি পায় ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমা। এ সিনেমায় সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন শেফালি। গতকাল (২৭ জুন) মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজের খবরে বলা হয়েছে, শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন। হৃদ্রোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন।
শেফালির মৃত্যুর খবর ছড়াতেই তাঁর সঙ্গে ফ্রেমবন্দী হওয়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নিরব। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।’ নিরবের এই পোস্টে শেফালির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা। কেউ লিখেছেন, ‘আমিও বিশ্বাস করতে পারছি না’, কেউ–বা লিখেছেন, ‘শকিং নিউজ’, কেউ কেউ লিখেছেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি।’