ঈদের ৬ সিনেমার পরিচালকেরা কে কী লিখলেন

রায়হান রাফী
ছবি: ফেসবুক

ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমায় প্রথমবার শাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। সিনেমাটি নিয়ে পরিচালক ফেসবুকে লিখেছেন, ‘আমরা রেডি, প্রেমের আবেশ আর আগুনের “তাণ্ডব”। এই ঈদে পর্দা কাঁপাতে আসছে। সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ ঈদের দিন থেকে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখুন।’

সঞ্জয় সমাদ্দার
ছবি: ফেসবুক

সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমা হলসংখ্যায় ‘তাণ্ডব’ সিনেমার পরেই রয়েছে। এটি মুক্তি পেয়েছে ১৫টি সিনেমা হলে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পরিচালক সিনেমাটি নিয়ে লিখেছেন, ‘যারা “ইনসাফ” দেখতে যাচ্ছেন, একটা সনির্বন্ধ অনুরোধ, একদম শুরু থেকে দেখবেন। একদম শেষ মুহূর্তেও রয়েছে চমক! এটি একটি কনটেন্ট ওরিয়েন্টেড অ্যাকশন থ্রিলার। সিনেমাটি ভালো লাগলে প্লিজ একজনকে বলুন। খারাপ লাগলে দশজনকে বলুন। আপনার মতামতের অপেক্ষায়!’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ।

তানিম নূর। ছবি: ফেসবুক

চরকি প্রযোজিত ‘উৎসব’ সিনেমার পরিচালক তানিম নূর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবনের কিছু আবেগ আর্টসেলের লিরিক্সের মতো—বোঝা না গেলেও একদম বুকে এসে লাগে। তেমনই কিছু আবেগের সমাহার নিয়ে আসছে “উৎসব”, আপনার কাছের সিনেমা হলে।’ গত মাসের মাঝামাঝি থেকে আলোচনায় রয়েছে পরিবারকেন্দ্রিক গল্পের এ সিনেমা। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ’। জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসানসহ অনেকেই এ সিনেমায় অভিনয় করেছেন।

আলোক হাসান
ছবি: ফেসবুক

‘টগর’ সিনেমা ১১টি হল পাওয়ার কথা থাকলেও সর্বশেষ সিনেমাটি আজ থেকে ঢাকা ও ঢাকার বাইরে ৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমার পরিচালক আলোক হাসান লিখেছেন, ‘প্রেম আছে, প্রতিশোধ আছে, রাজনীতি আছে—আর আছে সমাজের বুকে জমে থাকা দীর্ঘশ্বাস। “টগর” এসেছে ঈদে।’

মিঠু খান
ছবি: ফেসবুক

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে সিনেমাটি মুক্তি পেয়েছে। নির্মাতা মিঠু খান ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে লিখেছেন, ‘প্রতিটি নির্মাতার স্বপ্ন থাকে তাঁর সৃষ্টি ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে। আমিও তার ব্যতিক্রম নই। আর এই সৃষ্টির স্বীকৃতি পায় আপনাদের হাত দিয়ে। আপনাদের শক্তিশালী হাত আমাদের মতো নির্মাতাদের জন্য কল্যাণ বয়ে আনে। আমার এই বিশেষ সময়ে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সহযোদ্ধা হিসেবে আমার পাশে থেকে আমার সৃষ্টিকে বেড়ে উঠতে সহায়তা করবেন।’ সিনেমাটি ৬টি হলে মুক্তি পেয়েছে।

পরিচালক সানী সানোয়ার। ছবি: ফেসবুক

খুনের রহস্য উদ্‌ঘাটনের গল্প নিয়েই সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির পরিচালক সানী সানোয়ার জানান, আগে থেকেই তাঁদের পরিকল্পনা ঢাকার মধ্যে থাকা। প্রথম সপ্তাহের পরে তাঁরা সিনেমাটি ঢাকার বাইরে মুক্তি দিতে চান। তিনি বলেন, ‘আমাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবে অন্য রকম একটি গল্প। সব শ্রেণির দর্শকের জন্য গল্পটি হলেও মাল্টিপ্লেক্সই আমাদের প্রথম টার্গেট। পরে আমরা পরিস্থিতি বুঝে ঢাকার বাইরে মুক্তি দেব।’