রোজিনার ফোন পেয়ে ছুটে গেলেন শুভ
ঢালিউড তারকা আরিফিন শুভ চলতি বছরের শুরুতে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’–এর সিকুয়েল ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে প্রেক্ষাগৃহের পর্দায় দর্শকদের দেখা দেন। আপাতত আর কোনো নতুন ছবির মুক্তির খবরে নেই তিনি। তবে তাঁর অভিনীত একাধিক চলচ্চিত্রের শুটিং শেষ হয়ে আছে।
এসব চলচ্চিত্র কবে মুক্তি পাচ্ছে, সে ব্যাপারে প্রযোজক–পরিচালকের পাশাপাশি নায়ক শুভর কাছ থেকেও কোনো তথ্য মিলছে না। এর মধ্যে মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফিরে দেখা’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। ছবিতে তিনি অভিনয় করেননি। অনুষ্ঠানে গেছেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনার আমন্ত্রণে।
দেশের প্রেক্ষাগৃহে ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ফিরে দেখা’। মুক্তির আগে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন ছবির শিল্পী ও কলাকুশলীরা। রোজিনার আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হন আরিফিন শুভও। ছবিটির প্রতি শুভকামনা জানিয়ে দেন বক্তব্যও।
আরিফিন শুভ বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন তাঁদের দেখেছি, তাঁদের সিনেমা দেখেছি। আজ এখনো তাঁরা ভালোবেসে কাজ করে যাচ্ছেন। “ফিরে দেখা”র প্রতি আমার শুভকামনা রইল।’
কথায়–কথায় আরিফিন শুভ বলেন, ‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার—তাঁরা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তাঁরা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। তাঁরা যদি এখনো বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এত ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’
‘ফিরে দেখা’ ছবিতে রোজিনা, ইলিয়াস কাঞ্চন ছাড়াও অভিনয় করেছেন নিরব, স্পর্শিয়া প্রমুখ। মুক্তিপ্রতীক্ষিত ছবিটি প্রেক্ষাগৃহে দেখার আহ্বান জানিয়েছেন শুভ। তিনি বললেন, ‘আমি সবার কাছে অনুরোধ করব, রোজিনা ম্যাম এটা বানিয়েছেন। এখানে নিরব আছে, আরও অনেকেই আছেন। ছবিটি যখন রিলিজ হবে, আমি অবশ্যই হলে দেখতে যাব। আপনারা যাঁরা দর্শক আছেন, তাঁরাও ছবিটি দেখতে যাবেন, অনুপ্রেরণা দেবেন।’
‘ফিরে দেখা’ নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন রোজিনা। ২০২১ সালের মার্চে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটির গল্প, চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন রোজিনা।