শাকিবের ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার নিয়ে কে কী বলছেন

‘বরবাদ’ সিনেমা কি রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার কপি? ছবি: কোলাজ

‘বরবাদ’ ছবির টিজার মুক্তির পর থেকেই আবার আলোচনায় শাকিব খান। প্রশংসায় ভাসছে শাকিবের লুক। একই সঙ্গে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের সংলাপগুলোও আলোচনায় রয়েছে। টিজারের কিছু দৃশ্য দেখে কেউ কেউ আবার বলছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা থেকে কপি করা। কী বলছেন সিনেমার পরিচালক?

‘বরবাদ’–এর টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য, সিনেমাটি মৌলিক গল্পের না–ও হতে পারে। হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। রিভিউ বাই নামের একটি চ্যানেল থেকে বলা হয়েছে, টিজার দেখে মনে হয়েছে একাধিক দৃশ্য ‘অ্যানিমেল’ সিনেমা থেকে নেওয়া। কোন কোন দৃশ্যে মিল রয়েছে সেসবও দেখানো হয়েছে। এ সময় সমালোচনাকারী দর্শকদের উদ্দেশে বলেন, ‘প্রথমেই “বরবাদ”-এ একটি নারীর সংলাপ দিয়ে শুরু হয়। এই একই রকম সংলাপ ছিল “অ্যানিমেল”–এ।

আরও পড়ুন
রক্তমাখা দৃশ্যেও দর্শকেরা মিল খুঁজছেন। ছবি: টিজার থেকে

এ ছাড়া টিজারে অস্ত্র যেভাবে দেখানো হয়েছে, যেভাবে মিশা সওদাগরের এক্সপ্রেশন দেখানো হয়েছে, একই রকম বিষয়গুলো রয়েছে “অ্যানিমেল” সিনেমায়। মিশার মধ্যে অনিল কাপুরের অভিব্যক্তির মিল পাওয়া যায়। শুধু তা–ই নয়, শাকিব খানকে যেভাবে কেয়ারলেসভাবে উপস্থাপনা করা হয়েছে, সেটাও রণবীরের চরিত্রের কাছ থেকে অনুপ্রাণিত মনে হয়েছে। দুটি চরিত্রই একই রকমের মনে হয়েছে।’

শাকিব খানের নতুন সিনেমা আলোচনা–সমালোচনার জন্ম দেবে, এটা নতুন কিছু নয়। শাকিবভক্তরা এটাও বলছেন, প্রিয় নায়কের সব সিনেমা নিয়ে অনেকে মিল খোঁজার চেষ্টা করেন। সর্বশেষ ‘দরদ’ নিয়েও অনেকে অভিযোগ তুলেছিলেন। তার আগে ‘তুফান’ সিনেমার সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলারকে মিলিয়েছিলেন দর্শক ও সমালোচক। পরে দর্শক ‘তুফান’ সিনেমার শাকিবের অভিনয়, লুক, গল্প ও পরিবর্তনকে স্বাগত জানিয়েছিলেন। সেই পরিবর্তনটাকেই কাজে লাগিয়ে শাকিব আরও বড় পরিসরে দর্শক ধরার পরিকল্পনা করছেন। সেখানে ‘বরবাদ’ নিয়ে সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক।

আরও পড়ুন
দুজনেরই রয়েছে বিশাল বাহিনী। ছবি: টিজার থেকে

বাংলা চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতেও চলছে আলোচনা-সমালোচনা। সেখানেও ঘুরেফিরে শুধু ‘অ্যানিমেল’ সিনেমার সঙ্গে তুলনা করেছেন ভক্তরা। ফেসবুক পোস্টে তানিম নামের এক ভক্ত লিখেছেন, ‘“বরবাদ” সিনেমার টিজারে শাকিব খানের টি–শার্টে ও চোখেমুখে ছিল অনেক রক্ত। যেটা আমরা রণবীরের আজিজ চরিত্রের মধ্যেও দেখতে পাই। সেই একই সাদা টি–শার্ট পরেছেন শাকিব ও রণবীর। তা ছাড়া আজিজের হাতে দা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যের মতোই শাকিব খান হেঁটে যাচ্ছেন দা নিয়ে। আবার “অ্যানিমেল” সিনেমায় সব সময় রণবীরের সঙ্গে অনেক সহযোগী থাকে, তেমনি শাকিবেরও সঙ্গেও রয়েছেন।’

আরও পড়ুন
একই ভাবে অস্ত্র নিয়ে যেতে দেখা গেছে রণবীর ও শাকিব খানকে। ছবি: টিজার থেকে

টিজার ঘিরে আলোচনা এখানেই শেষ নং। টিজারের শেষে শাকিব খানকে অস্ত্র হাতে এগিয়ে যেতে দেখা যায়। তাঁর সামনেই উড়োজাহাজ। সেই দৃশ্যের সঙ্গেও ‘অ্যানিমেল’ সিনেমার বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে মিল পাওয়া যায়, লিখেছেন আরেক সমালোচক।
আহমেদ রায়ান নামের এক ভক্ত লিখেছেন, ‘তুফান’ সিনেমায় অলরেডি ‘অ্যানিমেল’ সিনেমার ইন্সপেরেশন নেওয়া ছিল, আবার এখানেও ‘অ্যানিমেল’–এর আজিজ চরিত্র থেকে ইন্সপেরেশন নিয়েছে, একই অভিনেতার পরপর দুই মুভিতে একই সিনেমার ছাপ পাওয়া গেলে বিষয়টা সস্তা মনে হয়।’

তবে টিজারের প্রশংসাও করেছেন অনেকে। কেউ বলার চেষ্টা করেছেন বর্তমান সময়ে দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে। তানভীন বৃষ্টি লিখেছেন, ‘উপমহাদেশের দর্শক এই ধরনের ছবিগুলোই ইদানীং বেশি উপভোগ করছে। ঈদ বা বড় উৎসবগুলোতে ডিফারেন্ট জনরার ফিল্ম অন্তত আমাদের দেশে খুব বেশি চলবে বলে মনে হয় না। বড় বড় উৎসবে, বড় শ্রেণির দর্শকদের কথা ভেবেই তৈরি করা হয় এসব ফিল্ম। যার মূল উদ্দেশ্য মাস অডিয়েন্সকে আনন্দ দেওয়া এবং ব্যবসায়িক সাফল্য।’

তাদের এক্মপ্রেশন অনেকটা একই রকম। ছবি: টিজার থেকে

সিনেমায় প্রথমবারের মতো শাকিব খান ও যীশু সেনগুপ্তকে একসঙ্গে দেখা যাবে। তাঁদের শুভকামনাও জানিয়েছেন ভক্তরা। তাফাল খান নামের এক ভক্ত লিখেছেন, ‘এই সময়ের দর্শক যেমনভাবে নায়ক ভিলেনের লড়াই দেখতে চায়, “বরবাদ” ঠিক সেই রকম সিনেমা হতে যাচ্ছে। “বরবাদ”–এ শাকিব খান-যীশু সেনগুপ্তের লড়াই হবে বেশ উপভোগ্য।’

আরও পড়ুন

‘বরবাদ’ টিজার নিয়ে ভারত, পাকিস্তানসহ একাধিক দেশের সিনেমার সমালোচকেরা প্রশংসা করছেন। বিদেশের সিনেমা, ট্রেলার, টিজার নিয়ে সমালোচনা করে থাকে লেবানন এর ‘মেল্টিং পট’ নামের একটি ইউটিউব চ্যানেল। সেখানে উপস্থাপনায় থাকেন এলি মির্জা ও ক্যারল। ক্যারল বলেন, ‘শাকিব খানের কী অসাধারণ অ্যাটিটিউড, কী সুন্দর লুক। আমার কাছে এটাকে ভায়োলেন্স ও রোমান্টিক কোনো গল্প মনে হয়েছে। শাকিব খান নিতু নামের কাউকে ভালোবাসে। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই পৃথিবীকেই বরবাদ করতে দিতে পারে। এটিই আসলে স্টোরি মূল লাইন। আমি শাকিবের চরিত্র, দৃষ্টিভঙ্গির উপস্থাপনাকে পছন্দ করেছি।’ এ সময় তাঁরা প্রত্যাশা করেন, ট্রেলার প্রকাশের সময় অবশ্যই সাবটাইটেল থাকবে। টিজারে সাবটাইটেল ছিল না।

আরও পড়ুন

‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। তিনি জানান, দর্শকদের এত ভালো সাড়া পাবেন, তা ভাবেননি। দর্শকেরা নতুন কিছুর অপেক্ষা করছেন, সেই চাপটাও বোধ করছেন তাঁরা। এই পরিচালক বলেন, ‘দর্শকেরা এই রকম কিছুই প্রত্যাশা করেছিলেন। যেটা আমাদের ভালো লেগেছে। সিনেমাটি দর্শক পছন্দ করবেন, একটি উৎসবে বিনোদন পাবেন, সেই রকমভাবেই আমরা সিনেমাটি দর্শকদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি।’

ভিন্ন লুকে প্রশংসা পাচ্ছেন শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

সিনেমাটি নিয়ে কেউ কেউ বলেছেন, এটা ‘অ্যানিমেল’ সিনেমার অনুকরণ বা কপি, কিছু দৃশ্যের সঙ্গে মিল পাচ্ছেন? এমন প্রশ্ন শুনে পরিচালক দ্বিমত পোষণ করলেন। মেহেদী হাসান বলেন, ‘এটি একদমই আলাদা একটি গল্প। এখানে আমরা আগে বলেছি “অ্যানিমেল” সিনেমার ভায়োলেন্সের সঙ্গে দর্শক কিছুটা মিল পাবেন। শুধু এটুকুই। এর মানে এই নয়, সিনেমাটি কপি। এটা আমরা আগেই বলেছি। দর্শক ভায়োলেন্স সিনেমাগুলোর মধ্যে অনেক বিষয়েই মিল পাবেন। সেগুলো সিনেমার উপকরণ, গল্পের প্রয়োজনে দেখানো হয়। এর মানে এই নয়, পুরো গল্পটি এক। এটুকু বলব, দর্শকদের জন্য নতুন কিছু আসছে। এ জন্য সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে এসে দেখতে হবে।’
এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

শাকিবের সঙ্গে পরিচালক মেহেদী হাসান। ছবি: ফেসবুক থেকে