নির্বাচনের সময় মাহি বলেছিলেন, ‘আর সিনেমা করব না’, কিন্তু...
আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২৪ সালের সেই নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভরাডুবি হয় এই ঢালিউড তারকার। নির্বাচনী প্রচারণার সময় মাহি ভোটারদের বলেছিলেন, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু আজ বুধবার বিকেলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, মাহিয়া মাহি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মাহি নিজেও তাঁর ফেসবুক আইডি এবং পেজে সেই সিনেমার পোস্টার পোস্ট করে তাঁর অভিনয়ের খবরটির সত্যতা নিশ্চিত করেন!
২০২৪ সালের নির্বাচনের সময় রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি। মাহি, আপনি আমাদের উন্নতির জন্য কাজ করবেন। তাহলে আমরা আপনাকে ভোট দেব। আমাদের এলাকায় পানির সমস্যা। বরাদ্দ এলে নেতা খেয়ে ফেলে। এই সমস্যার সমাধান চাই।’ তখন ওই নারী ভোটারকে জড়িয়ে ধরে তাঁর প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। আমি এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব। আমি ঠিক করে রেখেছি, দেশের অনেক মহিলা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। আমি জিতলে এই এলাকার মেয়েদের শেখাব ঘরে বসে কীভাবে লাখ লাখ টাকা আয় করতে হয়।’
মাহিকে নিয়ে আজ বুধবার বিকেলে যে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে, সেটির নাম ‘অন্তর্যামী’। পরিচালনা করবেন সৈকত নাসির। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না। আবদুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’র গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে।
এ বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাঁকে। এরপর তাঁকে নিয়ে একাধিক ছবির ঘোষণা এলেও কোনোটির শুটিং কিংবা মুক্তির খবর পাওয়া যায়নি।