গুপ্তহত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের এ সিনেমাটি প্রাইম ভিডিওতে দেখা যাবে

আফ্রি সেলিনা ও ইফতি আহমেদ।
ছবি: পরিচালকের সৌজন্যে

গুপ্তহত্যাকাণ্ড নিয়েই থ্রিলার ও রোমান্টিক ঘরানার সিনেমা ‘বিফোর আই ডাই’। বাংলাদেশের এ সিনেমাটি দেশে মুক্তি না পেলেও বর্তমানে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাবে। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক মিনহাজ কিবরিয়া। প্রাইম ভিডিও প্ল্যাটফর্মের সাইটে গিয়ে দেখা যায়, যে কেউ চাইলে সিনেমা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেখতে পারবেন।

তিন বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে এক বছর আগে সিনেমার সব কাজ শেষ হয়। সিনেমাটির ৯০ শতাংশ শুটিং হয়েছে বাংলাদেশের ঢাকা, সোনারগাঁ, সিলেট, মৈনট ঘাটসহ ১০টির বেশি লোকেশনে। বাকি শুটিং হয় যুক্তরাজ্যে। পোস্টের কাজও দেশের বাইরে হয়েছে।

সিনেমাটির পোস্টার। ছবি: সংগৃহীত

পরিচালক মিনহাজ বলেন, গল্পটি পেশাগতভাবে যারা গুপ্তহত্যার সঙ্গে জড়িত থাকে, তাদের একজনকে নিয়ে। যে একটা হত্যাকাণ্ড ঘটানোর জন্য বাংলাদেশে আসে; কিন্তু নানা ঘটনার পরে সে প্রেমে পড়ে যায়। এখান থেকে নতুন করে গল্প শুরু হয়। সিনেমাটি আন্তর্জাতিক বাজার টার্গেট করে নির্মাণ করা হয়েছে।

পরিচালক মিনহাজ কিবরিয়া। ছবি: ফেসবুক

‘বিফোর আই ডাই’ যুক্তরাজ্যে ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পায়। কিন্তু সিনেমাটি বাংলাদেশে কেন মুক্তি পায়নি জানতে চাইলে পরিচালক বলেন, ‘বাংলাদেশ মুক্তি দিয়ে রিস্ক নিতে চাইনি। পাইরেসি হলে আমাদের সব শেষ হয়ে যেত। আমরা এখন যে পরিমাণ অর্থে সিনেমাটি বিক্রি করতে পারছি, সেটা হয়তো পারতাম না। আমরা সিনেমাটির পার্ট–২ বানানোর পরিকল্পনা করছি। সেটা দেশে মুক্তি পাবে।’

অভিনেত্রী আফ্রি সেলিনা
ছবি: ফেসবুক

বর্তমানে ২৪টি দেশ থেকে সিনেমাটি যে কেউ চাইলে অর্থের বিনিময়ে দেখতে পারবেন। সিনেমায় অভিনয় করেছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ইফতি আহমেদ। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আফ্রি সেলিনা। তিনি বলেন, ‘এ ধরনের সিনেমা আমাদের এখানে খুবই কম হয়। সিনেমাটি আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। যাঁরা দেখছেন, তাঁরা প্রশংসা করছেন।’