কান চলচ্চিত্র উৎসব: জায়েদের ভিসা হয়নি, নিপুণ আবেদনই করেননি

জায়েদ খান ও নিপুণকোলাজ

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল নিপুণ ও জায়েদ খানের। এফডিসি থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো একটি চিঠিতে নিপুণ-জায়েদ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।

শেষ পর্যন্ত তাঁদের কারও কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, নিপুণ, জায়েদসহ বাংলাদেশের প্রতিনিধিদলকে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। কারণ হিসেবে তারা দেখিয়েছে সময়স্বল্পতাকে।

বাংলাদেশের গণমাধ্যমেও তেমনটাই জানিয়েছেন জায়েদ খান। নিপুণ, জায়েদ খান ছাড়া এই প্রতিনিধিদলে আরও ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমীন, অতিরিক্ত পরিচালক (বিক্রয়) রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক (নিরাপত্তা ও প্রশাসন) আমিনুল করিম খান। তাঁদের কারোরই ফ্রান্সে যাওয়ার ভিসা অনুমোদন হয়নি।

চিত্রনায়িকা নিপুণ আক্তার
ছবি : ফেসবুক

১৬ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের সমাপ্তি হচ্ছে ২৭ মে। ৯ দিন ধরে চলতে থাকা এই উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশ স্টল নিয়েছে। তবে, ভিসা না পাওয়ায় সেই স্টলে আর যাওয়া হলো না বাংলাদেশ প্রতিনিধিদলের।

আজ বুধবার বিকেলে নিপুণের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বললেন, ‘আমি ফ্রান্স দূতাবাসে ভিসার জন্য যাইনি। কোনো পেপারসও জমা দিইনি। আমার সঙ্গে কেউ কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার ব্যাপারে যোগাযোগও করেননি।’

জায়েদ খান
ফেসবুক

তাহলে জিওতে আপনার নাম এল কোথা থেকে? এমন প্রশ্নে নিপুণ বললেন, ‘আমার নাম দেওয়া হয়েছে আমি জানতাম। জিও হওয়ার পর আমি কই যাব? কোথায় গিয়ে ভিসার আবেদন করব-এসব তো আমাকে জানাতে হবে। আমি কিছুই জানতাম না। কেউ যোগাযোগও করেনি। আরেকটা কথা, জিও যে হয়েছে, এটাও কিন্তু আমি জানতাম না। আমি যত দূর শুনেছি, এফডিসি থেকে শিল্পী সমিতির কাছে জানতে চাওয়া হয়, কান চলচ্চিত্র উৎসবে কে কে যাবে, তা যেন প্রস্তাব করা হয়। তখন কাঞ্চন ভাই (ইলিয়াস কাঞ্চন) বললেন, ঠিক আছে আমাদের সেক্রেটারি যাবে। এরপর এ মাসের দ্বিতীয় সপ্তাহে আমার কাছ থেকে পাসপোর্ট নেওয়া হলো। এরপর কিন্তু আমার সঙ্গে আর কেউই যোগাযোগ করেনি। আমি যত দূর শুনেছি, এফডিসি থেকে দুজন ভিসার জন্য এম্বাসিতে গিয়েছিলেন, আর জায়েদ খান-কারোরই ভিসা হয়নি। আমি আর গুলজার ভাই কেউই কিন্তু ভিসার জন্য আবেদন করিনি।’