‘ইতিহাস-টু’ নিয়ে যা বললেন নায়িকা রত্না

রত্না কবির
ফেসবুক থেকে

সম্প্রতি হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর আর ডিপজল বাদেও এই নির্বাচনে আরও একটি চমক ছিল। সেটি হচ্ছে, কার্যকরী পরিষদ পদে নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন  ‘ইতিহাস’–নায়িকা রত্না কবির। কীভাবে এত বড় সাফল্য অর্জন করলেন রত্না, এবার জানালেন সেই গল্প। সম্প্রতি বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের বিনোদন সারা দিন অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা। ভোটের মাঠ থেকে জীবনের নানা জানা-অজানা গল্প জানান দর্শক-ভক্তদের।

নির্বাচনে নারীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেলেও প্রচারে কেন দেখা যায় না রত্নাকে, এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে আমি মনে করি, নির্বাচনে পোস্টারের চাইতে বেশি দরকার মানুষের মনের ভেতরে একটা পোস্টার তৈরি করা। আমার খুব আত্মবিশ্বাস ছিল—আমার পোস্টার থাকবে না, ব্যানার থাকবে না; কিন্তু নির্বাচনে যখন ভোট গণনা হবে, তখন যেন আমি ভালোবাসায় এগিয়ে থাকি।’
প্রতিটা নির্বাচনে বিজয়ের রহস্য জানাতে গিয়ে রত্না বলেন, ‘আসলে আমি নিজেও জানি না, এতটা ভালোবাসা আমি পাই, কতটা যোগ্যতা রাখি? তবে একটা জিনিস আমি সব সময় দেখেছি, আমি যে প্যানেলে নির্বাচন করি, ওই প্যানেলের বিপক্ষে যাঁরা থাকেন, তাঁরা নিজেরা ফোন করে বলেন যে “আমাদের যদিও প্যানেল ভিন্ন, কিন্তু গোপনীয়ভাবে একটি ভোট অন্য প্যানেলে দিতে হয়, যখন সেটা তুমি।” এটাই মনে হয় সর্বাধিকভাবে নির্বাচিত হওয়ার একটি কারণ বলে আমি মনে করি।’
নির্বাচনের বাইরেও ব্যক্তিজীবনে উদ্যোক্তা ও আইনজীবী রত্না। পাশাপাশি তাঁর আছে একটি রেস্তোরাঁও। চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা নিয়ে নায়িকা বলেন, ‘কাজের অফার আসে কিন্তু মনমতো হয় না। গুরুত্বহীন ছবিতে কাজ করার চাইতে অন্যান্য সেক্টরে ব্যস্ত থাকা ভালো।’

ভোটের দিন এফডিসিতে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাঁর দুই পাশে দুই প্রার্থী চিত্রনায়িকা রত্না ও চিত্রনায়ক অমিত হাসান
প্রথম আলো

শাকিব খানের কোনো সিনেমায় বড় বোন বা ভাবির চরিত্র পেলে করবেন কি না? প্রশ্নের জবাবে রত্না বলেন, ‘একটা জিনিস খুব অবাক লাগে যে শাকিব খানকে এখনো নায়ক ভাবা হয়। অথচ শাকিব খান আমাকে একটা সময় পিচ্চি বলে ডাকত। সেই জায়গায় যদি শাকিব খানের মা-ভাবি যদি মানায়, পরিচালকেরা যদি প্রস্তাব দেন, ভেবে দেখব। তবে ইতিহাসের রিমেক হলে করব। গত রমজানে একটি ইফতার অনুষ্ঠানে কাজী হায়াৎ কাকা “ইতিহাস-টু” হলে করব কি না, প্রশ্ন করেছিলেন। আমি বলেছি, অবশ্যই করব। জানি না, সেটা করবেন কি না।’

রত্না কবির
ফেসবুক থেকে

কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর নায়িকার কাছে আসতে থাকে বিভিন্ন ছবির প্রস্তাব। ‘ধোঁকা’, ‘মরণ নিয়ে খেলা’, ‘নষ্ট’, ‘পড়ে না চোখের পলক’, ‘সন্তান আমার অহংকার’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘সন্তানের মতো সন্তান’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেন রত্না। যদিও হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন অভিনেত্রী।