ভাটির দেশের মাটির ছবি

সিনেমার একটি দৃশ্যছবি: সংগৃহীত

দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন–সংগ্রামের গল্প নিয়ে ছবি কুড়া পক্ষীর শূন্যে উড়া মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরে। মুক্তির আগে গত শনিবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ছবিটির প্রিমিয়ার শো। উপস্থিত দর্শকের অনেকে ছবিটির প্রশংসা করেছেন। ফেসবুকেও ছবিটি নিয়ে আলোচনা চলছে।

সিনেমার পোস্টার

কুড়া পক্ষীর শূন্যে উড়া আলোচিত হলেও ছবিটি হলে মুক্তি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নির্মাতা মুহাম্মদ কাইউম। ছবির পরিবেশনার দায়িত্ব দেওয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়াকে। নির্মাতা জানান, ৪ নভেম্বর ছবিটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে তাঁর, তবে এখনো কোনো হল ছবিটি প্রদর্শনে আগ্রহ দেখায়নি। দু-এক দিন মধ্যে পরিবেশক প্রতিষ্ঠান মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারবে।

সাড়ে তিন বছরের চেষ্টায় ছবিটি নির্মাণ করেছেন কাইউম, ছবির গল্পও লিখেছেন তিনি। সিনেমা হল না পেলে বিকল্প ব্যবস্থায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছবিটির প্রদর্শন করতে চান বলে জানালেন নির্মাতা।

ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সংগীতায়োজন করেছেন সত্যকি ব্যানার্জি।