বিশ্বকাপ ফুটবল আসন্ন। ইতিমধ্যে বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই দেশের বিনোদনজগতের তারকারা। এতে শামিল আছেন অভিনেতা সিয়ামও। বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হওয়ার আগেই ব্রাজিল সমর্থকদের এগিয়ে রাখলেন সিয়াম আহমেদ। ব্রাজিল সমর্থকদের পক্ষে ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এ অভিনেতা।
চারপাশে শুটিংয়ের লাইট, শুটিং সেট, রূপসজ্জাকক্ষ দেখে বোঝা যায়, একটি শুটিং ইউনিট থেকে ভিডিও ধারণ করা। ভিডিওতে দেখা যায়, সিয়ামের গায়ে ব্রাজিলের জার্সি। এই সময় সিয়াম ভিডিওতে বলেন, ‘ওয়ার্ল্ডকাপ চলে আসছে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে অনেক কথা শুনছি। ব্রাজিল সাপোর্টারদের আপনারা অনেক অপমান করেছেন। আজ দেখবেন, ব্রাজিল সাপোর্টার কীভাবে আর্জেন্টিনা সাপোর্টারকে ধুয়ে দেয়।’
কীভাবে ধুয়ে দেবেন, সেটা দেখানোর জন্য ভিডিওতে সিয়াম দর্শকদের উদ্দেশে এবার বলেন, ‘আমাকে অনুসরণ করেন (ফলো মি)।’ তিনি এগিয়ে যেতে থাকেন একটি রুমের দিকে। তাঁকে অনুসরণ করে ক্যামেরা। সিয়াম পাশের একটি রুমের ভেতরে প্রবেশ করেন। সেই রুমে একটি আয়নার সামনে চেয়ারে বসে আছেন অভিনেত্রী সাফা কবির। এই অভিনেত্রীর গায়ে আর্জেন্টিনার জার্সি। সরাসরি সিয়াম সাফা কবিরের কাছে চলে যান। কোনো কথা না বলে সাফার হাত ধরে টানতে থাকেন। এই সময় সাফা কবির হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। ব্যর্থ হয়ে সাফা বলতে থাকেন, ‘আরে কি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?’
সিয়াম আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া সাফাকে টানতে টানতে বেসিনের সামনে নিয়ে যান। এবার সিয়াম পানির কল চালু করে সাফার হাত ধুয়ে দিতে থাকেন। সাফা বলেন, ‘আমার হাত ধুয়ে দিচ্ছে কেন?’ হাত ধোয়ানো শেষ হলে সাফা সিয়ামকে বলতে থাকেন, ‘হোয়াটস রং উইথ ইউ।’ কোনো কথা নেই সিয়ামের মুখে। সবশেষে সিয়াম বলেন, ‘দেখছেন, কীভাবে আর্জেন্টিনার সমর্থকদের ধুয়ে দিলাম?’ পাঠকেরা হয়তো বুঝেছেন, মজা করেই সিয়াম আর্জেন্টিনার সমর্থক সাফা কবিরের হাত ধুয়ে দিয়েছেন। ফেসবুকে তাঁর ভক্তরা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি পোস্ট করার ৪০ মিনিটের মধ্যে ২০ হাজার হা হা রিঅ্যাক্ট পড়ে। ভিডিওটি প্রায় হাজারের মতো ভক্ত শেয়ার করেছেন। সিয়াম অভিনীত ‘দামাল’ সিনেমা এখন দেশের প্রেক্ষাগৃহে চলছে। স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ।