নির্বাচিত সায়নীর সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিতে নেই স্বস্তিকা

সায়নী ও স্বস্তিকা। কোলাজ

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলক কংগ্রেসের হয়ে সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। জয়ের পর সায়নীর অনেক সহকর্মীই তাঁকে শুভকামনা জানিয়েছেন। ব্যতিক্রম নন স্বস্তিকা মুখার্জিও।

আরও পড়ুন

তবে সহকর্মীকে শুভেচ্ছা জানিয়েও স্বস্তিতে নেই অভিনেত্রী। কিন্তু কেন? সেটা স্বস্তিকা জানিয়েছেন হিন্দুস্তান টাইমস বাংলাকে।

২০২২ সালে পুজো উৎসবের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করে কটাক্ষের শিকার হয়েছিলেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে বাজে ভাষায় আক্রমণ করেন।

সায়নী ঘোষ
ফেসবুক থেকে

এবার সায়নীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অভিনন্দন সায়নী ঘোষ’। স্বস্তিকার এই শুভেচ্ছাবার্তা মন ছুঁয়ে যায় সায়নীর। তাই সায়নী মন্তব্য করেন, ‘অনেক ধন্যবাদ তোমাকে। এই পোস্ট আমার জন্য খুব মূল্যবান।’

স্বস্তিকার এই পোস্ট ঘিরে ওঠে সমালোচনার ঝড়। অনেকেই তাঁকে ‘তৃণমূলঘনিষ্ঠ’ আখ্যা দিয়ে বাজে ভাষায় আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর কী মত? স্বস্তিকা বলেন, ‘জানি আমি, এটার জন্য পরবর্তী এক মাস ধরে আমাকে গালাগাল শুনতে হবে। “নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য আমি এই সব করছি” এমন অনেক মন্তব্য হজম করতে হবে। তাঁদের বলতে ইচ্ছে করছে, তাঁরা বলতেই পারেন।

স্বস্তিকা মুখার্জি
ছবি: নেটফ্লিক্স

কিন্তু আমার কাছে আমার সহকর্মীদের প্রথম পরিচয় হলো, আমরা একই জায়গায় কাজ করি, আমরা সহকর্মী। তারপর আসে, তাঁরা কোনো পার্টি করেন বা আমার সঙ্গে তাঁদের রাজনৈতিক মতভেদ আছে কি না। আসলে আমার কাছে এসব জায়গা অনেক পরে আসে। সায়নী আমার কাছে সবার প্রথমে একজন অভিনেত্রী।’

স্বস্তিকা আরও বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি পরীক্ষায় প্রথম হন বা ভালো ফল করেন, আমরা তো তাঁদের শুভেচ্ছা জানাই। তো সায়নী শুধু রাজনীতি করছে বলে ওকে শুভেচ্ছা জানাতে পারব না? কেন?’