বিউটি সার্কাস ছবির পোস্টার
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম ঝলক। সিনেমাটির ট্রেলারে অচেনাভাবে ধরা দিলেন চেনা এই অভিনেত্রী জয়া আহসান। ২ মিনিট ৮ সেকেন্ডের এই ট্রেলারজুড়ে ছিল সার্কাস-কন্যার দল নিয়ে টিকে থাকার সংগ্রাম। ট্রেলারের শুরুতেই জয়ার কণ্ঠে শোনা যায়, এই গল্পটি শুধু আমার নয়, আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রহস্যে ভরা গল্পটি দেখতে ২৩ সেপ্টেম্বর মুক্তির দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘বিউটি সার্কাস’ ছবিতে জয়া আহসান
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পরিচালক মাহমুদ দিদার জানালেন, আবহমান বাংলার সার্কাসশিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্প এটি। সার্কাস-কন্যা বিউটির রহস্যজাগানিয়া এক লড়াই দর্শকদের মুগ্ধ করবে। ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোই জানেন পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির আগেই “বিউটি সার্কাস” নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।’

‘বিউটি সার্কাস’ ছবিতে তৌকীর আহমেদ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘বিউটি সার্কাস’-এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। জয়া আহসান সিনেমাটিতে সার্কাস-কন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটি আমার অভিনয়জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কোনো দিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন। এমন একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস প্রদর্শনকারী সেজে। তা-ও আবার সার্কাসের স্টেজে। সার্কাসের এই পুরো অভিজ্ঞতাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, যেখানে আমি সামনাসামনি কখনো সার্কাস দেখিনি।’

‘বিউটি সার্কাস’-এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস আহমেদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।