‘এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না’

সাংস্কৃতিক অঙ্গনের নানা জায়গায় হামলার প্রতিবাদে সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।প্রথম আলো

‘মাল্টিপ্লেক্স, সিনেমা হল, শিশু একাডেমি, পাঠাগার, ঐতিহাসিক স্থাপনাগুলোয় হামলা ও ভাঙচুর করে আমাদের আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে পিছিয়ে দেবেন না। এই অঙ্গন পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে। নতুন বাংলাদেশে আমরা এসব দেখতে চাই না। প্রশাসনকে এখনই এর লাগাম টানতে হবে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সাংস্কৃতিক অঙ্গনের নানা জায়গায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ কথা বলেন সাংবাদিকেরা।

সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয় এফডিসির সামনে। এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকেরা। সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাংবাদিক আলী আফতাব বলেন, ‘প্রায় এক দশক ধরেই সিনেমার দিন ভালো যাচ্ছিল না। কিছুদিন হলো সিনেমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এর মধ্যেই মাল্টিপ্লেক্স, সিনেমা হলে হামলা হয়েছে। সিনেমা হল না থাকলে সিনেমা থাকবে না। এখনই হামলাকারীদের প্রতিরোধ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে থাকবে। এই ছাত্র আন্দোলনে রাজপথে অংশ নেওয়া রাহুল আনন্দের গানের স্টুডিওতেও হামলা করে শত শত বাদ্যযন্ত্র ভেঙে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না।’

অনিন্দ্য মামুন বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হাত ধরে আজ যে স্বাধীনতা এসেছে, এটাকে একটি কুচক্রী মহল বিতর্কিত করার চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাল্টিপ্লেক্স, সিনেমা হল ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাণ্ডব চালিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। শিশু একাডেমি, পাঠাগারে হামলা করছে। এটি কোনো সুস্থ বিবেকবান মানুষের কাজ নয়। এটাকে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন

সায়মা স্মৃতি বলেন, যারা সিনেমা হল, মাল্টিপ্লেক্স, পাঠাগার, শিশু একাডেমির মতো জায়গাগুলোয় হামলা–ভাঙচুর করছে, তারা নির্লজ্জের মতো এসব কাজ করছে। তারা নতুন বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। প্রশাসন এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

মাকসুদুল হকের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন প্রতীক আকবর, জাহিদ আকবর, নাজমুল আলম, বুলবুল আহমেদ, আল কাছির, পান্থ আফজাল, রাজন হাসান, এন আই বুলবুল, নাহিয়ান ইমন, শাহরিন মাহফুজা, তামিম হাসান, নিথর মাহবুব, মারজান ইভান, বুলবুল ফাহিম, মেহেরা রহমান ও শফিক আল মামুন।

সাংস্কৃতিক অঙ্গনের নানা জায়গায় হামলার প্রতিবাদে সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। প্রথম আলো

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ক্যানটিনের সামনে থেকে সাংবাদিকেরা একটি মৌন মিছিল বের করে। মিছিলটি এফডিসির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।