টিজারেই ঝড় তুলল ‘তুফান’–এর গান

‘লাগে উরাধুরা’ শিরোনামের একটি গানের টিজারে শাকিব খান ও মিমি চক্রবর্তীছবি: ভিডিও থেকে

মুক্তির আগেই যেন শাকিব খান অভিনীত, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ যেন ‘ঝড়’ তুলেছে। ছবির ‘লাগে উরাধুরা’ শিরোনামের একটি গানের ২০ সেকেন্ডের টিজার প্রকাশিত হওয়ার পর সেই আঁচ আরও ভালোভাবে পাওয়া যাচ্ছে। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টিজারটি। শনিবার দুপুর ১২টার দিকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ ছবির পরিচালক, নায়ক-নায়িকার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হয় এটি।

বিশেষ করে শাকিব ভক্তদের মধ্যে টিজারটি নিয়ে বেশি হইচই পড়ে গেছে। টিজারের নিচে শাকিব ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা নানাভাবে তাঁদের ভালো লাগা প্রকাশ করছেন।
পাঁচ ঘণ্টার মাথায় শুধু শাকিব খানের ফেসবুক পেজেই টিজারটি দর্শক ভিউ প্রায় সাড়ে ছয় লাখের কাছে। লাইক ছাড়িয়েছে ৮০ হাজারের ওপরে। মন্তব্য প্রায় ১০ হাজার। টিজারটির শেয়ার হয়েছে দুই হাজারে বেশি।
এমডি রুমিদ নামে এক শাকিব ভক্ত টিজারের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তামিল সিনেমার মতো এই ছবির মধ্য দিয়ে বিশ্ব আসরে বাংলা সিনেমা জায়গা করে নেব। শুভ কামনা কিং খান।’

শাকিব খান ও মিমি
ছবি: চরকি

ওয়াসিম মিয়া নামে আরেক ভক্ত লিখেছেন, ‘কস্টিউম, লিরিক, গান, আয়োজন এবং শাকিব খান—সব মিলিয়ে এটি একটি দারুণ প্রজেক্ট।’
অন্যদিকে ছবির পরিচালক রায়হান রাফীর ফেসবুকেও গানটির ভিউ পাঁচ ঘণ্টার দেড় লাখ ছাড়িয়েছে। টিজারটির নিচে মন্তব্য পড়েছে প্রায় তিন হাজার। সেখানে বিনোদন জগতের অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন গানের টিজারটির।
সংগীতশিল্পী সিঁথি সাহা লিখেছেন, ‘পুরাই উরাধুরা।’ লেখক ও চিত্রনাট্যকার নাজিম উদ্ দৌলা লিখেছেন, ‘পুরা গানটি রিলিজ হলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে।’
মাসুদ রানা নকীব নামে অন্য একজন লিখেছেন, ‘বর্তমান বাজার বুঝতে পারা একজন মেধাবী নির্মাতা চাইলে কীভাবে একজন শিল্পীকে তাঁর গল্পে উপস্থাপন করতে পারেন, সেটাই এই ঈদে ‘তুফান’–এর মাধ্যমে দেখতে পাবে সবাই।’

‘তুফান’–এর টিজারে শাকিব খান
ছবি : চরকি

এদিকে গানের টিজারটি এত দ্রুত আলোচনায় চলে আসা প্রসঙ্গে ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘এত সাড়া দেখে এখন একটু আফসোস লাগছে, পুরো গানটি, একবারে ছাড়লাম না কেন। তারপরও টিজারটি দেখে দর্শকের পুরো গানটির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে দেখছি, তাতে সিনেমার জন্যই ভালো।’
তিনি আরও বলেন, এই গানটি সব শ্রেণির মানুষের কাছে উপভোগ্য হবে। এটি গণমানুষের গান হবে। যেকোনো উৎসব আমেজে, বিয়েবাড়ি, হলুদের অনুষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের মুখেও গানটি উঠে আসবে বলে আমি মনে করছি। সেই মেজাজেরই গান হয়েছে এটি।’
পুরো গানটি কবে আসবে, জানতে চাইলে পরিচালক বলেন, ‘নির্দিষ্ট করে এখনই বলব না। তাহলে মজা নষ্ট হয়ে যাবে। হুট করে যেকোনো সময়ই পুরো গানটি ছেড়ে দেব। দর্শকদের চমকে দিতে চাই।’ পরিচালকের কথা, ছবির সব গানগুলোই ভালো হয়েছে। সব গানের সঙ্গে দর্শক নাচবেন, হাতে তালি দেবেন।
এদিকে ছবির পরিচালক রায়হান রাফী আরও জানিয়েছেন ছবির সব কাজ শেষ। বর্তমানে কলকাতায় আছেন তিনি। শনিবার দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘শুটিং থেকে শুরু করে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। ঈদুল আজহায় ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে।’

‘তুফান’ পরিচালক রায়হান রাফী
ছবি: সংগৃহীত

ছবিটি প্রসঙ্গে এই নির্মাতার বক্তব্য, ‘আমার জীবনে যতগুলো সিনেমা করেছি, এই ছবিটি মুক্তির পর সবকিছুই ছাপিয়ে যাবে বলে আমার বিশ্বাস। কাজ শেষ করে মনে হচ্ছে এই ছবিটি অনেক দর্শক বারবার দেখতে চাইবেন। আমি এখন মুক্তির প্রথম দিনের প্রথম শো দেখে দর্শকের রিঅ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছি।’
‘লাগে উরাধুরা’ গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ অংশ থেকে নেওয়া। ওই অংশটুকুর লেখা শরীফুদ্দিনের। আর গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত প্রীতম হাসানের। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।
বর্তমান যুক্তরাজ্যে আছেন প্রীতম হাসান। শনিবার দুপুরে সেখান থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘এটি একটি আইটেম গানের ফোক ফিউশন। এটি একটি ড্যান্স বিটের গান। সব ধরনের দর্শকের ভালো লাগবে এটি।’
‘তুফান’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদগার, চঞ্চল চৌধুরী, নাবিলা প্রমুখ।

আরও পড়ুন