দেশে আসতে না আসতেই উড়ো খবরে বিরক্ত: জায়েদ খান

জায়েদ খান
ফেসবুক থেকে

গত পরশু দুবাইয়ে অনুষ্ঠান শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। ফিরেই শুনতে হচ্ছে তিনি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা থেকে বাদ পড়েছেন। জায়েদের মতে, এটা উড়ো খবর। তাঁকে নিয়ে সম্প্রতি মনগড়া খবর প্রকাশ করায় কিছুটা মনঃক্ষুণ্ন হন এই অভিনেতা। যদিও তিনি অভিনয়ের চেয়ে এখন স্টেজ অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত।

বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় একঝাঁক অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন জায়েদ খানও। কিন্তু সিনেমাটির শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত সিনেমায় জায়েদ খান অভিনয় করছেন কি না, সেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এসবের সূত্রপাত ২৭ ডিসেম্বর, সিনেমাটি নিয়ে আয়োজিত সংবাদ সংম্মেলনে।
সেই সংবাদ সম্মেলনে প্রযোজক স্বপন চৌধুরী সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেন। সেখানে অভিনেতা জায়েদ খানের নাম নেই। এই নিয়ে বেশ কিছু অনলাইনে খবরে বলা হয়, ‘অপারেশন জ্যাকপট’ থেকে জায়েদ বাদ পড়েছেন। এমন খবর দেখেই কিছুটা রেগে গিয়েছেন জায়েদ খান।

জায়েদ খান। ছবি: ফেসবুক

জায়েদ বলেন, ‘দেশে আসতে আসতেই উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের প্রসঙ্গে টেনে লিখছেন, আমি সিনেমাটিতে নেই যে কারণে নিপুণ আছেন। এখানে নিপুণ থাকছেন কি না, এসব তাঁর ব্যাপার। কিন্তু লেখা হচ্ছে জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানেই আমার আপত্তি। আমি কীভাবে বাদ পড়লাম। আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি।’

এ সময় জায়েদ খান তাঁকে নিয়ে অনলাইনে খবর প্রকাশের কারণে কিছুটা মনঃক্ষুণ্ন হন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেউ কথা না বলে লিখছে আমি বাদ। এগুলো খবর হয় কীভাবে! তাদের উচিত ছিল আমার সঙ্গে একবার হলেও কথা বলা। এটা কোনো দায়িত্বশীল কাজের মধ্যে পড়ে না। আমি এখনো জানিই না চরিত্র কী, কে টাকা দেবে, কী চুক্তি...এগুলো নিয়ে কাল আমি তাদের সঙ্গে কথা বলব। তারপরই সবাইকে বিস্তারিত জানাব ঘটনা কী।’

জায়েদ খান। ছবি: ফেসবুক

সিনেমাটির প্রযোজক স্বপন চৌধুরী এফডিসিতে শুটিংয়ে রয়েছেন। শুটিং ইউনিট থেকে তিনি বলেন, ‘এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই। যে যেভাবে পারছে, লিখছে। আবার অভিনয়শিল্পীরাও দু–চার কথা বলছে। আপাতত আমরা এখন কাজ নিয়ে পুরো ব্যস্ত। কাজ নিয়ে কথা বলতে চাই।’

মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বড় বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘোষণার দীর্ঘদিন পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আজ থেকে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

জায়েদ খান
ছবি: ফেসবুক থেকে

প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন কাজী হায়াৎ, ওমর সানী, এলিনা শাম্মীসহ আরও অনেকে। স্বপন বলেন, ‘আমাদের সিনেমাটিতে কোনো ছাড় দেব না। আমরা দুই দেশের দুই পরিচালক রেখেছি। কারণ, অনেক শুটিং হবে ভারতে। আর ৭৮ জন স্টার আছে সিনেমায়। এ ছাড়া আরও ঘোষণা আসছে। এখনই আমরা খারাপ কোনো কিছু নিয়ে কথা না বলি। আমরা আশাবাদী। অনেক ভালো খবর আসছে।’