বদলে যাওয়ার গল্পে পরীমনি

পরীমনি

স্বামী শরীফুল রাজের সঙ্গে দাম্পত্যজীবনের টানাপোড়েনের মধ্যেই সুখবর দিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। ‘চলো বদলে যাই’ নামে নতুন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাঁকে, এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি প্রথম আলোকে গতকাল সোমবার সন্ধ্যায় বললেন, ‘গল্পটা শুনেই ভালো লেগে যায়। তাই পরিচালককে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। আমার কেন জানি মনে হয়েছে, এমন একটি গল্পই আমি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। বদলে যাওয়ার এই গল্প সবাইকে ভাবাবে। আমিও এমন একটি গল্পের শুটিং শুরুর অপেক্ষায় রইলাম।’  

সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল; মুক্তির অপেক্ষায় থাকা পরীমনির আরেক সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’–এরও নির্মাতা তিনি।

পরীমনি
আরও পড়ুন

জুয়েল প্রথম আলোকে জানান, এক তরুণী ও এক তরুণের জীবনের সংগ্রামের গল্প নিয়ে সিনেমা। গল্প শুনে একবাক্যে রাজি হয়েছেন পরীমনি। প্রধান দুই চরিত্রের একটিতে পরীমনি থাকছেন, অপর চরিত্রে কে থাকছেন—এখনো তা চূড়ান্ত হয়নি। তবে এটুকু জানিয়ে রাখলেন, ফেব্রুয়ারি মাসে বাকি শিল্পীদের নাম ঘোষণার পাশাপাশি ছবি সংশ্লিষ্ট সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাবেন। আর জুলাই–আগস্টে শুটিং শুরু করবেন।  

আরও পড়ুন

মুক্তির অপেক্ষায় থাকা শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’–এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সিনেমাটি বড় পর্দায় আসছে ২০ জানুয়ারি।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির সেটে পরীমনি-সিয়াম
সংগৃহীত

শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। অনুদানের ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, হুরায়রা তানভীরসহ ২০ জন শিশুশিল্পী।

আরও পড়ুন