যেখানে হলিউডের চেয়ে বেশি আগ্রহ ঢাকাই সিনেমায়

‘ভোট ফর মুভি’ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’কোলাজ

বছরের অন্য সময়ে দেশের প্রেক্ষাগৃহের অবস্থা যেমনটাই থাকুক না কেনো, ঈদের সময় যেন তা পুরোপুরি পালটে যায়। অন্য রকম একটা প্রতিযোগিতায় মেতে ওঠেন প্রযোজক, পরিচালক আর নায়ক-নায়িকারা। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও যাচাই–বাছাই করে দেখে, তাদের দর্শকেরা কোন কোন ছবির প্রতি আগ্রহী। সেভাবেই হলমালিকেরা ছবি চালানোর প্রস্তুতিও নিয়ে থাকেন। এদিকে নতুন যুগের ছবিঘর মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ পোল বানিয়ে বুঝতে চায়, তাদের প্রেক্ষাগৃহে কোন ছবিটা চাহিদায় এগিয়ে আছে। ঈদের আগে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট থেকে জানা গেছে, ঈদসহ আগামী সময়ে যেসব ছবি মুক্তি পেতে যাচ্ছে, এসবের মধ্যে ‘রাজকুমার’ ছবিতে ভোট পড়েছে সবচেয়ে বেশি।

স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট থেকে পাওয়া খবরে জানা গেছে, ‘ভোট ফর মুভি’ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। আজ বুধবার বেলা দেড়টা পর্যন্ত ‘রাজকুমার’ ছবির পক্ষে প্রায় পাঁচ হাজার ভোট পড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এই বছর মুক্তি পেতে যাওয়া ‘ডেডপুল ৩’ ছবিটি।

‘রাজকুমার’–এ শাকিব খান। ফেসবুক থেকে

এই ছবির পক্ষে ভোট এসেছে প্রায় ২ হাজার ৩০০। ১ হাজার ২০৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে এই ঈদে মুক্তির তালিকায় থাকা ‘ওমর’ ছবিটি। এ ছাড়া পর্যায়ক্রমে ৭০০–এর নিচে ভোট পেয়েছে ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’, ‘জোকার; ফলি আ ডিএক্স’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ফল গাই’, ‘ঘোস্টবাস্টার্স: ফ্রোজেন এম্পায়ার’, Tarot।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টোর স্টার সিনেপ্লেক্স এবারের ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে তাদের প্রেক্ষাগৃহে আটটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। দেশজুড়ে তাদের ৭টি শাখার ১৯টি স্ক্রিনে প্রদর্শিত হবে ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘মোনা: জ্বীন ২’, ‘মেঘনা কন্যা’, ‘আহারে জীবন’ ও ‘গ্রীনকার্ড’।
এদিকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবির মধ্যে দর্শকের আগ্রহের কথা প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, দর্শকের আগ্রহ ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে তাঁরা আটটি ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। এসব ছবির মধ্যে ‘রাজকুমার’, ‘ওমর’ ও ‘দেয়ালের’ দেশ নিয়ে দর্শকের আগ্রহ বেশি টের পাচ্ছেন তাঁরা। তবে তাঁদের প্রত্যাশা, ঈদে মুক্তি পাওয়া অন্যান্য বাংলা ছবিও দর্শক দেখুক।

‘ওমর’ সিনেমায় রাজ ও নাসির উদ্দিন
সংগৃহীত

২০০৪ সালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল শাখা দিয়ে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে এটি ছাড়া মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার, বিজয় সরণির সামরিক জাদুঘর, মিরপুরের সনি স্কয়ার, চট্টগ্রামের বালি আর্কিড ও রাজশাহীর হাইটেক পার্ক মিলিয়ে সাতটি শাখায় তাদের ১৯টি স্ক্রিন চালু রয়েছে। চলতি বছরের মধ্যে পর্দার সংখ্যা ৪০-এ নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।