শাড়িতে সাহসী মিম, রইল ১০টি নতুন ছবি

বিদ্যা সিনহা মিম এখন দুই বাংলা আলোচিত হচ্ছেন। গতকাল ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘মানুষ’। অন্যদিকে আজ সন্ধ্যায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে কিছু তথ্য। মিমের সৌজন্যে পাওয়া ছবিগুলো তুলেছে ‘বনের দিঘি’ নামের একটি প্রতিষ্ঠান।
১ / ১০
আজ সন্ধ্যায় অফ হোয়াইট শাড়িতে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে সাহসী রূপে
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
২ / ১০
মাত্র এক ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৩ হাজারের বেশি অনুসারী
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
৩ / ১০
ছবিগুলোতে এসেছে অনেকগুলো মন্তব্য। অনেকেই প্রিয় তারকার লুকের প্রশংসা করেছেন
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
আরও পড়ুন
৪ / ১০
গতকাল মুক্তি পাওয়া ‘মানুষ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিম। তাঁকে দেখা গেছে পুলিশ অফিসারের চরিত্রে
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
৫ / ১০
মিম অভিনীত ছবিটির পরিচালক বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার, অভিনয় ও প্রযোজনা করেছেন জিৎ
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
৬ / ১০
মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। ২০১৫ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সোহম। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। কলকাতায় ‘মানুষ’ তাঁর  পঞ্চম সিনেমা
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
আরও পড়ুন
৭ / ১০
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হন মিম। পরের হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তবে ১৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে কোনো ছবিতে তাঁকে অতিথি চরিত্রে দেখা যায়নি
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
৮ / ১০
প্রথমবার অতিথি চরিত্রে অভিনয় করা নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে আছি। আমি মনে করি, বিশ্বব্যাপী অনেক তারকা স্পেশাল অ্যাপিয়ারেন্সে থাকেন। তার বাইরে গল্প ভালো লেগেছে। আমার চরিত্রটাও দুর্দান্ত। জিৎদার প্রোডাকশনে আগেও কাজ করেছি। সেই অভিজ্ঞতাও দারুণ। পরিচালক আবার আমার বাংলাদেশের, তাঁর সঙ্গে বোঝাপড়াও ভালো। যখন সঞ্জয়দা বলছিলেন, “মিম এটা করো। ভালো কিছু হবে। তোমার চরিত্রটাও খুব সুন্দর।” তাই আগপিছ না ভেবে হ্যাঁ বলে দিয়েছি।’
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
৯ / ১০
মিম জানিয়েছেন, ঢাকায় পূর্বনির্ধারিত কাজ থাকায় ‘মানুষ’ মুক্তি উপলক্ষে কলকাতায় যেতে পারেননি তিনি
ছবি : অভিনেত্রীর সৌজন্যে
১০ / ১০
সামনে তাঁকে দেখা যাবে ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে। এখানে তিনি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন
ছবি : অভিনেত্রীর সৌজন্যে