রোশানের নায়িকা কে এই অন্বেষা

অন্বেষা রায়অভিনেত্রীর সৌজন্যে

নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক রোশান। নাম ‘ডেডবডি’। সিনেমাটিতে রোশানের নায়িকা ভারতীয় মডেল অন্বেষা রায়। ১০ অক্টোবর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে এই ছবির।

আরও পড়ুন

রোশান বলেন, হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। তিনি বলেন, ‘বেশ কয়েক মাস আগে থেকে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আগে তো এই ঘরানার ছবিতে কাজ করিনি। গল্পের প্রয়োজনে শুটিংয়ের জন্য বান্দরবানের দুর্গম এলাকা বেছে নেওয়া হয়েছে। ঠিকঠাক বানাতে পারলে ভালো একটা কাজ হতে পারে।’

জিয়াউল রোশান
ছবি : প্রথম আলো

ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের মডেল অন্বেষা রায়। এ্যানি নামেই পরিচিত তিনি। অন্বেষা মূলত মডেল। ২০১৭ সাল থেকে টেলিভিশন ও বিভিন্ন পণ্যের ফটোশুটে মডেল হিসেবে কাজ করছেন।

এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অন্বেষা। নিজের ক্যারিয়ার সম্পর্কে জানিয়ে গতকাল রোববার দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে অন্বেষা বলেন, ‘আমি আলিপুরদুয়ারে থাকতাম। অভিনয় করব বলে কলকাতা শহরে চলে এসেছি। এ জন্য গণযোগাযোগ বিষয়ে স্নাতক করেছি। এরপর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছি। প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বড় পর্দায় কাজের যে স্বপ্ন ছিল, তা পূরণ হতে চলেছে।’

অন্বেষা রায়
অভিনেত্রীর সৌজন্যে

কীভাবে সুযোগ হলো বাংলাদেশের এই ছবিতে? জানতে চাইলে তিনি বলেন, ‘কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এই ছবির পরিচালক ও প্রযোজকেরে সঙ্গে যোগাযোগ হয়। তাঁরা কলকাতায় এসেছিলেন। গল্প শুনে, চরিত্র সম্পর্কে জানার পর ব্যাটে-বলে মিলে গেল। মাসখানেক আগে বাংলাদেশে গিয়েছিলাম, চুক্তি করে এসেছি।’

অন্বেষার পূর্বপুরুষদের বাড়ি ছিল বাংলাদেশের যশোরে। বাংলাদেশি সিনেমা দিয়ে বড় পর্দায় সুযোগ হওয়ায় তাঁর পরিবারও খুশি। অন্বেষা বলেন, ‘আমার পূর্বপুরুষেরা বাংলাদেশে বসবাস করতেন। আমার দাদা, নানিবাড়ির লোকজনের কাছ থেকে সেসব গল্প শুনেছি। বাংলাদেশের সিনেমায় কাজ করার সুযোগ পাওয়ায় পরিবারের সবাই খুব খুশি।’

অন্বেষা রায়
অভিনেত্রীর সৌজন্যে

সহশিল্পী রোশান সম্পর্কে আগেই কিছুটা ধারণা আছে অন্বেষার, ‘এর আগে দেবের সঙ্গে কলকাতার ককপিট ছবিতে অভিনয় করেছিলেন রোশান। ছবিটা আমার দেখা হয়েছে। তা ছাড়া এই ছবিতে কাজের কথাবার্তা চলাকালে রোশানের বেশ কিছু কাজ দেখেছি।’

শুটিংয়ের জন্য গতকাল বাংলাদেশে এসেছেন অন্বেষা।

‘ডেডবডি’ ছবিটি পরিচালনা করছেন মো. ইকবাল। তিনি বলেন, ১০ অক্টোবর থেকে টানা ১০ দিন প্রথম ধাপের শুটিং হবে ছবিটির। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শ্যামল মওলা।