ঈদে কোন তারকা কোথায়
ঈদ মানেই যেন তারকাদের একটু অবসর। শুটিং ব্যস্ততার বাইরে এই বিশেষ দিনটিতে সবাই পরিবারকে সময় দেন। আপনজনদের পাশে থাকতে কেউ ছুটে চলেন গ্রামে, কেউ দেশের বাইরে। অনেক তারকা আবার ঢাকাতেই পরিবারের সঙ্গে সময় কাটান। দেশ ও বিদেশে তারকাদের ঈদ কেমন কাটছে?
ঈদের সময়টা ঢাকাতেই মা-বাবা ও সন্তানের সঙ্গে কাটে ঢালিউড নায়ক শাকিব খানের। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। জানা যায়, এ সময় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন শাকিব। এবার ঈদে তাণ্ডব ঘিরে নতুন করে আলোচনায় রয়েছেন শাকিব।
মা-বোন, পরিবারের অন্য সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে ঈদের সময় কাটে জয়া আহসানের। ঈদে বেশির ভাগ সময় ঢাকাতেই থাকেন। প্রতিবার অবসরে কাটলেও এবার ঈদে তাণ্ডব ও উৎসব সিনেমার প্রচারে টিমের সঙ্গে ঢাকার সিনেমা হলগুলোতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। ৬ জুন কানাডা থেকে ঢাকায় ফিরেছেন তাঁরা। ঈদটা ঢাকাতেই পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কাটছে তাঁদের।
বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে ঢাকাতে ঈদ কাটে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। তবে এবার যুক্তরাষ্ট্রে স্ত্রীর সঙ্গে ঈদ উদ্যাপন করছেন এই অভিনেতা। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঈদের আনন্দে আপনাদের হৃদয় পূর্ণ হয়ে উঠুক। একটি পরিবার মানেই শান্তি, জীবনটা আশীর্বাদে ভরে থাকে। আপনাদের ভালোবাসা আমার কাছে সবকিছু।’
শরীফুল রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাবার চাকরির সূত্রে সিলেটে বড় হয়েছেন। সেখানেই একটি কলেজে পড়াশোনা করেছেন। পরে ২০০৯ সালে ঢাকায় আসেন। শুরুর দিকে মডেলিংয়ে তেমন ব্যস্ততা ছিল না। ঢাকা থেকে পরিবারের কাছে ঈদ করতে ছুটে যেতেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যস্ততা বাড়ায় ঈদ ঢাকাতেই করতে হয়। এবারও তিনি ঢাকাতেই ঈদ করছেন। জানালেন, ইনসাফ সিনেমার প্রচারে ছুটতে হবে ঢাকার সিনেমা হলগুলোতে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আসছেন টিমসহ বসুন্ধরায়।
ঢাকাতে না থাকলে ময়মনসিংহের গ্রামের বাড়িতে প্রিয়জনদের বাড়িতে ঈদ উদ্যাপন করেন অভিনেতা খায়রুল বাসার। তবে এবার ঈদ করছেন ভাইয়ের বাসা গাজীপুরে। ঈদের দিনের সকালে নস্টালজিক হয়ে পড়েন তিনি। মনে পড়ে যায়, শৈশবে বিভিন্ন গাছ থেকে লুকিয়ে আম–জাম পেড়ে খাওয়ার স্মৃতি। দীর্ঘদিন পর এবার যেন তেমন একটি সকাল ফিরে পেলেন। ঈদের সকালে জাম পেড়ে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কী সুন্দর স্নিগ্ধ সকাল। কয়েকটি জাম চুরি করা যাক! বাহ! স্বাদ ভালো।’