দুই যুগে যাঁরা ছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কারের কান্ডারি

মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৫তম আসরের কান্ডারি হিসেবে মঞ্চে থাকবেন নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। দুই দশক পর মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এবার নিয়ে পঞ্চমবারের মতো উপস্থাপনায় দেখা যাবে তাঁকে।

এই পুরস্কারের ইতিহাসে তিনিই এককভাবে সর্বোচ্চবার উপস্থাপনা করছেন। শেষবার ২০০৫ সালে এই পুরস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এর আগে ১৯৯৯, ২০০১, ২০০৩ সালেও মঞ্চে কথার জাদু ছড়িয়েছেন তিনি।

রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৩’–এ উপস্থাপক হানিফ সংকেত (মাঝে)
ছবি: প্রথম আলো

এই পুরস্কারের প্রথম আয়োজনটি উপস্থাপনা করেন হানিফ সংকেত, সেটি ছিল মেরিল–ভোরের কাগজ পুরস্কার। পুরস্কারের আসর বসেছিল ১৯৯৮ সালে।

আয়োজকেরা জানান, ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের আসর বসেছিল। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। প্রথম আসরে যৌথভাবে উপস্থাপনার দায়িত্বে ছিলেন ছোট পর্দার নন্দিত জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।

১৯৯৮ সালে মেরিল–প্রথম আলো পুরস্কারের প্রথম আসরের দুই সঞ্চালক আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। এর পর আফজাল হোসেন ২০০০ ও ২০০৬ সালে এককভাবে এ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন
ছবি: প্রথম আলো

এরপর ২০০০ ও ২০০৬ সালে দুবার এককভাবে উপস্থাপনা করেছেন আফজাল হোসেন। এককভাবে ২০০৪ সালে আবুল হায়াত, ২০০২ সালে আনিসুল হক, ২০১৩ সালে জুয়েল আইচ, ২০১০ সালে জাহিদ হাসান ও ২০১৫ সালে তাহসানকে উপস্থাপনার মঞ্চে পাওয়া গেছে।

প্রয়াত আনিসুল হক ছিলেন ২০০২ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

যৌথভাবে সর্বোচ্চ ছয়বার উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস। ২০০৭ সালে রিয়াজের সঙ্গে, ২০০৮ সালে অপি করিমের সঙ্গে, ২০১৬ ও ২০১৭ সালে পূর্ণিমার সঙ্গে, ২০১৮ সালে চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়ার সঙ্গে, ২০২১ সালে রিয়াজ ও নুসরাত ফারিয়ার সঙ্গে উপস্থাপনা করেছেন ফেরদৌস।

যৌথভাবে চারবার উপস্থাপনা করেছেন চঞ্চল চৌধুরী। এর মধ্যে তিনবারই তাঁর সঙ্গে ছিলেন মোশাররফ করিম। মোশাররফ করিমও যৌথভাবে চারবার উপস্থাপনা করেছেন। যৌথভাবে দুবার উপস্থাপনা করেছেন পূর্ণিমা; দুবারই ফেরদৌসের সঙ্গে উপস্থাপনা করেছেন এই অভিনেত্রী।

ফেরদৌস–পূর্ণিমা জুটি বেঁধে দুই বছর (২০১৬ ও ২০১৭) মেরিল–প্রথম আলো উপস্থাপনা করেছেন
ছবি: প্রথম আলো

যৌথভাবে কিংবা ত্রয়ী সঞ্চালক হিসেবে অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, মুনমুন, সাজু খাদেম, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ ও প্রীতম হাসানকেও মঞ্চে দেখা গেছে।

২০০৮ সালে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনা করেন অপি করিম
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

সর্বশেষ মেরিল–প্রথম আলো ২০২২ সালের পুরস্কারের আসর বসেছিল ২০২৩ সালে। আসরটি বসেছিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দুই দশক ধরে এই ভেন্যুতে পুরস্কারটি দেওয়া হচ্ছিল। এবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ দেওয়া হবে।

মেরিল–প্রথম আলো ২০২২’ উপস্থাপনা করেছেন সিয়াম আহমেদ ও প্রীতম হাসান
ছবি: প্রথম আলো

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টিভি নাটক ও গানের মধ্য থেকে সেরা শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


উপস্থাপনার পাশাপাশি পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করছেন হানিফ সংকেত।