উত্তেজনার পর নীরব এফডিসি, আলোচনা কেবল শিল্পী সমিতির সৌন্দর্যবর্ধন!

গতকাল শপথ অনুষ্ঠান শেষ হতে না হতেই শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক–ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ছবি: কোলাজ

গতকাল মঙ্গলবার শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের জন্য ছিল বিশেষ দিন। সেই দিনটিই হয়ে উঠল বিষাদময়। রাতে শিল্পীদের আক্রমণে ১০ জনের বেশি বিনোদন সাংবাদিক আহত হন। এই নিয়ে গতকাল রাত থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। শিল্পীদের শপথ গ্রহণের পরে কেন সাংবাদিকদের সঙ্গে বিবাদ ছড়িয়ে পড়ে, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার পর সেই এফডিসিকে দেখা গেল আগের মতোই নীরব। শুধু শিল্পী সমিতির সামনে দেখা মিলল বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে। তাঁরা শিল্পী সমিতির সামনের অংশের সৌন্দর্যবর্ধন নিয়ে আলোচনায় সরব ছিলেন।

কারওয়ান বাজারের রেলগেটের পাশ দিয়ে এফডিসিতে প্রবেশ করতেই দেখা গেল, গেটের সামনে দায়িত্ব পালনে কয়েকজন পুলিশ সদস্যকে। ভেতরেও বেশ কয়েকজন পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরছিলেন, কেউ বসে রয়েছেন। প্রশাসনিক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল এফডিসিতে মারামারির ঘটনা ঘটেছে। সে ঘটনার কারণে পুলিশ থাকতে পারে। শিল্পী সমিতি ও সাংবাদিকদের ব্যাপার এগুলো, এসব নিয়ে তাঁরা কিছুই জানেন না।

আরও পড়ুন
গেটের পাশেই দায়িত্ব পালন করছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো

গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই এফডিসির ক্যানটিনের পাশে বাগানে দু-একজনকে বসে থাকতে দেখা গেল। আশপাশে তেমন কেউ নেই। ক্যানটিনের মধ্যে কয়েকজনকে বসে থাকতে দেখা গেল। তাঁদের আলোচনার বিষয় গরম নিয়ে। এই গরমের কারণে যে বাইরে শরবতের দাম বাড়ানো হয়েছে, সেটা নিয়েই একজন কথা বলছিলেন। পাশ কাটিয়ে চলে গেলাম পরিচালক সমিতির সামনে। সেখানেও তপ্ত রোদে খাঁ খাঁ করছে। আশপাশে তেমন কোনো মানুষ চোখে পড়ল না।

পরিচালক সমিতির পাশের ফুলের বাগান; সেখানে আগে নিয়মিত শুটিং হলেও এখন আড্ডা ও সংবাদ সম্মেলন বেশি হয়। এখানেই গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির নির্বাচিত সদস্য ছাড়া পরিচালক ও প্রযোজকেরা নির্বাচিত ব্যক্তিদের শুভকামনা জানাতে এসেছিলেন। কিন্তু শপথ অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে সেখানে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরে এখানে শিল্পীদের হামলায় আহত হন সাংবাদিকেরা। সে ঘটনা নিয়ে গতকাল রাত ১১টা পর্যন্ত উত্তপ্ত ছিল এই অঞ্চল।

আরও পড়ুন
আগের মতোই ফাঁকা এফডিসি প্রাঙ্গন। ছবি: প্রথম আলো

সেই শিল্পী সমিতির সামনের অংশটিও ফাঁকা। সেখানে নেই কোনো মানুষ। পাশে এক কর্নারে দুজন দাঁড়িয়ে কথা বলছিলেন। শিল্পী সমিতির সামনে এলে তেমন কোনো কিছু চোখে পড়ল না। শিল্পী সমিতির বাইরে বসার জায়গায় বেশ কয়েকজন অভিনয়শিল্পী দাঁড়িয়ে ছিলেন। তাঁরা কথা বলছিলেন, সমিতির ভেতরের সামনের অংশের সৌন্দর্য কীভাবে বর্ধন করা যায়, সেটা নিয়ে। সেখানে দেখা গেল, শিল্পী সমিতির নির্বাচনে কলি-নিপুণ পরিষদ থেকে জয়ী সনি রহমান অফিস সহকারী জাকির হোসেনের সঙ্গে কথা বলছেন, কীভাবে জায়গাগুলো পরিষ্কার করে বসার ব্যবস্থা করা যায়। তাহলে শিল্পী সমিতির পাশের এ জায়গাটা দেখতেও ভালো লাগবে।

এই প্রতিবেদক জাকির হোসেনের কাছে জানতে চান, আজ সমিতির অফিসে কেউ এসেছিলেন কি না? এই প্রশ্নে তিনি দূর থেকেই জানান, কয়েকজন এসেছিলেন, আবার বের হয়ে গেছেন। আপাতত সনি রহমান রয়েছেন। কিছুক্ষণ পরেই শিল্পী সমিতির অফিসে প্রবেশ করলেন অভিনেত্রী অঞ্জনা।

আরও পড়ুন
শিল্পী সমিতির ভেতরে সৌন্দর্য কীভাবে বর্ধন করা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। ছবি: প্রথম আলো

উল্লেখ্য, গতকাল শপথ গ্রহণের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এ সময় শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক-ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাঁদের সঙ্গেও বাগ্‌বিতণ্ডা হয়। এরপর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। এমনকি যত দ্রুত সম্ভব এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে নবনির্বাচিত কমিটি।