চূড়ান্ত হলো ‘বিউটি সার্কাস’ মুক্তির তারিখ

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র শিগগিরই মুক্তি পাবে

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। আগেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এবার চূড়ান্ত হলো ২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুক্তির তারিখ। ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। ‘বিউটি সার্কাস’ সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

গতকাল তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে ‘বিউটি সার্কাস’–এর পোস্টার তুলে দেওয়ার মধ্য দিয়ে সিনেমার প্রচারণা শুরু করেন পরিচালক মাহমুদ দিদার। সিনেমা প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘মুক্তির আগেই “বিউটি সার্কাস” নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।’

আজ রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার উন্মোচিত হয়

আজ রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার উন্মোচিত হয়। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হয় এ সিনেমার শুটিং। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন পরিচালক। এ জন্য বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন পরিচালক।
‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন। সত্যিকারের সার্কাসের তাঁবুর নিচে শুটিংয়ের অভিজ্ঞতাটা দারুণ ছিল জয়া আহসানের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয়জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কোনো দিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন। এমন একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস প্রদর্শনকারী সেজে। তা–ও আবার সার্কাসের স্টেজে। সার্কাসের এই পুরো অভিজ্ঞতাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, যেখানে আমি সামনাসামনি কখনো সার্কাস দেখিনি।’

‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন। সত্যিকারের সার্কাসের তাঁবুর নিচে শুটিংয়ের অভিজ্ঞতাটা দারুণ ছিল জয়া আহসানের।
জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন

সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।