পরীমনির জীবন যাচ্ছে কেটে...
পরীমনি! এই নামের সঙ্গে জড়িয়ে আছে বহু বিতর্ক-আলোচনা–সমালোচনা। আবারও ‘টক অব দ্য টাউন’ পরী। ২০২১ সালে রাজধানীর বোটক্লাবের একটি ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অভিনেত্রীর, যা নিয়ে জেলবাসও হয়েছিল তাঁর। এরপর কিছুটা স্তিমিত হয়ে আসে সেই আলোচনা; চলে আসে আরেক অধ্যায়; পরীর হঠাৎ বিয়ে। ‘গুণীন’-এর সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে মন দেওয়া–নেওয়া, এরপর সংসার। কিছুদিন না যেতেই রটে যায়, মা হতে চলেছেন পরী! ছেলে পদ্মের জন্মের পর রাজের সঙ্গে বিচ্ছেদের গল্প সবারই জানা।
সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরী নিজেই বলেছিলেন, ‘মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এ বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’ কিন্তু এ ঘটনা নিয়ে আবারও পরীর জীবনে ঝড়! অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরীকে তলব করেছেন আদালত।
পরীর জীবনের হঠাৎ এই বাঁকবদলেও ছেলেকে নিয়ে বেশ খুশিতেই আছেন নায়িকা। পুণ্যর সঙ্গে খুনসুটিমাখা আদুরে সব ভিডিও আর ছবি পোস্ট করছেন অভিনেত্রী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুণ্যর সঙ্গে ছয় মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, সেমাই খাচ্ছে ছোট্ট ছেলে। মা পরীকেও হাতে তুলে খাইয়ে দিচ্ছে সে।
ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমার বাজান, আমরা এভাবেই হেসে–খেলে শত আনন্দে এই এক জীবন পার করে দেব ইনশা আল্লাহ।’ দুপুরে পরী গিয়েছিলেন এফডিসিতে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়ে বেশ খানিকটা সময় এফডিসিতে কাটান তিনি। শাবনূর, নিরবদের সঙ্গে আড্ডা দেন। ছেলে পুণ্যকেও সঙ্গে নিয়ে যান। তবে ছেলে গাড়িতেই ছিল, তাকে বের করেননি পরী।
বর্তমানে কলকাতায় নিজের টলিউডের অভিষেক সিনেমা ‘ফেলুবকশী’র শুটিং নিয়ে ব্যস্ত পরীমনি। তাঁর বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। পাশাপাশি তাঁদের সঙ্গে পর্দা ভাগ করবেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।