প্রযোজকের মন্তব্যে সিনেমা ছাড়লেন মাহি, কলকাতা থেকে এলেন অন্য নায়িকা
ঢালিউড তারকা মাহিয়া মাহির ছেড়ে দেওয়া ছবির শুটিং করছেন টালিউডের কৌশানি মুখোপাধ্যায়। কলকাতা থেকে উড়াল দিয়ে এসেছেন ঢাকায়। উত্তরায় দুদিন ধরে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের সেই ছবির শুটিং করছেন কৌশানি। মাহির ছেড়ে দেওয়া ছবিতে কৌশানির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কৌশানি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিং করবেন। এই কয়েক দিনে ছবিতে তাঁর অংশের পুরো কাজ শেষ হবে। গত বছরের আগস্টে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংস্পটে হাজির হন মাহি। মন দিয়ে কাজও করছিলেন। হঠাৎ সেই ছবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বলেন মাহি।
খোঁজ নিয়ে জানা যায়, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিত্রনায়িকা পরীমনির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমনিকেই এই সিনেমায় শুরু থেকে নিতে চেয়েছিলেন। কিন্তু পরীমনি ছবিটিতে অভিনয়ে সম্মত না হওয়ায় মাহিয়া মাহিকে নেওয়া হয়।
শনিবার সকালে প্রথম আলোকে এই পরিচালক বলেন, ‘প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল। এরপর আমি একাধিকবার মাহিকে বোঝানোর চেষ্ট করেছি। কিন্তু মাহি তাঁর সিদ্ধান্তে অনড়।
এক–দুই কান হয়ে কথাটি পৌঁছে যায় মাহিয়া মাহির কান পর্যন্ত। এরপরই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মাহি। যদিও নায়িকা নিজের এমন সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত কারণ’ হিসেবে সবার সামনে বলেছেন।
শুটিং শুরুর পর হঠাৎ মাহির এমন সিদ্ধান্তে বিস্মিত হন পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেছিলেন, ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যা দ্রুতই সুরাহা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।
আজ শনিবার সকালে প্রথম আলোকে এই পরিচালক বলেন, ‘প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল। এরপর আমি একাধিকবার মাহিকে বোঝানোর চেষ্ট করেছি। কিন্তু মাহি তাঁর সিদ্ধান্তে অনড় ছিল।
আমিও মাহির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। এরপর আমার মতো করে অভিনয়শিল্পী খুঁজছিলাম। একটা সময় ভাবলাম, এবার তাহলে আর দেশ থেকে নয়, দেশের বাইরের কোনো নায়িকা নিয়ে কাজ করি। তারপর কৌশানির সঙ্গে কথা বলার পর ব্যাটে–বলে মিলে যায়। তিনি গল্পটা পড়ে কাজটি করতে বেশ আগ্রহী হন। তারপর এখন শুটিং করছি আরকি।’
সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিত্রনায়িকা পরীমনির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমনিকেই এই সিনেমায় শুরু থেকে নিতে চেয়েছিলেন
ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ে দেখা যাবে কৌশানিকে। ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।