সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা

বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়কোলাজ

বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর বসছে জমকালো পুরস্কারটির ২৬তম আসর।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে পুরস্কারটির ২৬তম আসর।

প্রতিবছরের মতো এবারও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। এ বছর পদক ও সম্মাননা কারা পাবেন, তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে।

দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা
ছবি: প্রথম আলো

এর আগে জেনে নেওয়া যাক, মেরিল-প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন। ২ যুগের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তারকা জরিপ শাখায় সর্বোচ্চ ১০ বার পদক পেয়েছেন শাবনূর
মেরিল–প্রথম আলো পুরস্কারের সৌজন্যে

১০ বার পুরস্কার পেয়েছেন শাবনূর, মোশাররফ করিম ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। আট বার পেয়েছেন জাহিদ হাসান, শাকিব খান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

তারকা জরিপে ৮ বার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান
মেরিল–প্রথম আলো পুরস্কারের সৌজন্যে

সাত বার পুরস্কার পেয়েছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, রিয়াজ ও ন্যান্‌সি। ছয় বার পেয়েছেন মডেল নোবেল, আসিফ, এলআরবি ও নূরুল আলম আতিক। পাঁচ বার পেয়েছেন হাবিব ওয়াহিদ, অপি করিম ও মাহফুজ আহমেদ।

আরও পড়ুন

এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করবেন আফজাল হোসেন। পরের অংশের কাণ্ডারি হিসেবে থাকছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল–প্রথম আলো উপস্থাপনা করছেন তাঁরা।

পুরস্কার প্রদানের এই আসরে প্রতিবছরই থাকে সাংস্কৃতিক আয়োজন।