ইডেন কলেজ থেকে প্রচার শুরু

প্রচারণার জন্য ইডেন মহিলা কলেজে উপস্থিত ছিলেন মনোজ প্রামাণিক, নুসরাত ইমরোজ তিশা, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচার শুরু হলো।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতার জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নির্মাতা প্রদীপ ঘোষ। ১৮ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রচারণার জন্য ইডেন মহিলা কলেজে আজ উপস্থিত হয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার প্রমুখ। ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন তিশা।

ইডেন মহিলা কলেজ ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচার শুরু হলো ঢাকায়

তিশা বলেন, ‘ইডেন কলেজে এই প্রথম আসার সুযোগ হলো। আর করোনার পর এভাবে এত মানুষের সামনেও প্রথম আসা। সবাইকে দেখে অনেক ভালো লাগছে। “বীরকন্যা প্রীতিলতা” ইতিহাসনির্ভর ছবি। প্রীতিলতা প্রত্যেক নারীর অনুপ্রেরণা। এ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি, সবাই ছবিটি হলে গিয়ে দেখবেন।’

‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নির্মাতা প্রদীপ ঘোষ

নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘যেহেতু এটা ইতিহাসনির্ভর সিনেমা, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। সে জন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারেন। আমাদের ঘরে অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’

বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে তিশা
ছবি: প্রথম আলো

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। এর আগে প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়েছে ছবির প্রচার। আজ শুরু হয়েছে ঢাকা অংশের প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে আজ প্রকাশ হয় ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবির একটি গান। প্রদীপ ঘোষের কথায় এতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।